অমিতাভ বচ্চনের টুইট (ছবিঃX)

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বা নিজের ব্লগে সমসাময়িক বিষয় নিয়ে প্রায়শই বক্তব্য রাখেন বলিউড (Bollywood) শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। তবে সম্প্রতি ঘটে যাওয়া পহেলগাঁও জঙ্গি হানার প্রতিবাদে যখন উত্তাল গোটা দেশ তখন এই প্রসঙ্গে একটি শব্দ শোনা যায়নি বলিউড অভিনেতার মুখে। অবশেষে ১৮ দিন পর নীরবতা ভাঙ্গলেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় কীংবদন্তি লিখলেন, "ছুটির দিনে মানুষগুলো একটু আনন্দ খুঁজে নিতে চেয়েছিল। আর সেই সময় দৈত্যগুলি নিরীহ দম্পতির ইয়পর হামলা চালাল। চোখের সামনে স্বামীকে উলঙ্গ করে গুলি চালিয়ে হত্যা করল। এমনকী স্ত্রী হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে স্বামীর প্রাণভিক্ষা করলেও সেই কাপুরুষ দানব তাঁর স্বামীকে নির্মমভাবে গুলি করে, স্ত্রীকে বিধবা করে দিল। এই ঘটনা যদি আমার মেয়ের সঙ্গে হত...।"

পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে কী বলছেন অমিতাভ?

এরপরই তাঁকে নিয়ে লেখা মেয়ের কবিতা 'বাবুজি'র দু'টি লাইন ধার করেন অভিনেতা। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'এখানে চিতার ছাই আছে, পৃথিবী সিঁদুর চাইছে।' এই দু'টি লাইন ব্যবহার করেই 'অপারেশন সিঁদুর'এর যথার্থতাকে সংক্ষেপে বর্ণনা করেছেন বিগ বি। প্রত্যেকটি লাইনে তিনি বুঝিয়ে দিয়েছেন এই ঘটনায় কতটা মর্মাহত তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগ-বির এই পোস্ট। এই পোস্টে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।

পহেলগাঁও জঙ্গি হানা নিয়ে মুখ খুললেন বিগ বি