Punjab and Haryana High Court (Photo Credits: PTI)

অপরাধীর জামিনের জন্য প্রথম ব্যবহার করা হল চ্য়াট জিপিটি। পাঞ্জাব এবং হরিয়য়ানার হাইকোর্টে দেশের মধ্যে প্রথম অপরাধীর জামিনের জন্য সাহায্য নেওয়া হল চ্যাট জিপিটির।

অনুপ চিটকারার নেতৃত্বাধীন বেঞ্চে ২০২০ সালে ধৃত এক আসামীর জামিনের আবদনের শুনানি ছিল। দাঙ্গা, খুন সহ একাধিক অভিযোগ ছিল অভিযুক্তের বিরুদ্ধে। সেই শুনানিতে অংশ নিতে গিয়ে ব্যাক্তির জামিন পাওয়া উচিত কতটা তা জানতে চ্যাট জিপিটির সাহায্য নেওয়া হয়। এবং নিজের অভিজ্ঞাতার ওপর ভিত্তি করে ওই ব্যাক্তির জামিন খারিজ করেন বিচারক।

যদিও কোর্টের তরফে জানানো হয় যে, চ্যাট জিপিটির মাধ্যমে প্রাপ্ত তথ্য নেওয়ার উদ্দেশ্যে হল জামিনের বিষয়ে আরও বড় ধারণা তৈরি করা। যেখানে নিষ্ঠুরতা একটি অন্যতম বিষয়।

তবে চ্যাট জিপিটির ব্যবাহরকে অনেকেই ভালো এবং খারাপ অ্যাখা দিচ্ছেন। তবে চ্যাট জিপিটির ফলে যে ভবিষ্যতে আইনের কাজও আগের তুলনায় আরও সহজ হবে সে কথা বলার অপেক্ষা রাখেনা।