Charanjit Singh Channi, OP Soni, Sukhjinder S Randhawa (Photo Credits: ANI)

চণ্ডীগড়, ২০ সেপ্টেম্বর: সোমবার চণ্ডীগড়ে রাজভবনে পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ (Sworn-In As New Punjab CM) নিলেন চরণজিৎ সিং চন্নি (Charanjit Singh Channi)৷ যখন সুখজিন্দর সিং রণধাওয়া এবং ওপি সোনি উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নিলেন৷ পাঞ্জাবের ১৬-তম মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চন্নি৷ ৫৮ বছরের চন্নি হলেন পাঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী৷ নতুন মুখ্যমন্ত্রী পদে বসার জন্য ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পাঞ্জাবের কংগ্রেস সভারতি নভজোৎ সিং সিধু৷ ক্যাপ্টেন অমরিন্দর সিং মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতেই দলীয় নেতা বিধায়কদের অকুণ্ঠ সমর্থনে প্রায় বিনা বাধায় মুখ্যমন্ত্রীর পদে বসলেন চরণজিৎ সিং চন্নি৷ পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা কাজ শুরু করতে চলেছে৷   আরও পড়ুন- Delhi Shocker: ক্লাসে ঠিক করে বসতে বলায় অপরাধ, শিক্ষককে রডপেটা পড়ুয়ার

চরণজিৎ সিং চন্নিকে অভিনন্দন নভজোৎ সিং সিধুর

সোমবার শপথ নেওয়ার আগে নিজের কেন্দ্রের চমকৌর সাহিব কাতালগড় সাহিব গুরুদ্বারে যান চরণজিৎ সিং চন্নি৷ রূপনগর জেলার চমকৌর সাহিব কেন্দ্রে তিনবার জয়ী হয়েছেন তিনি৷ গত ২০১২ সালে কংগ্রেস যোগ দেন চরণজিৎ সিং চন্নি৷ এবং বিদায়ী মন্ত্রিসভায় কারিগরি শিক্ষা, শিল্প প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক বিভাগের দায়িত্ব পালন করেছেন৷ রবিবার রাজ্যপাল বানয়োরিলাল পুরোহিতের কাছে পদত্যাগপত্র জমা করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ তার আগে মাসখানেক ধরে রাজ্য কংগ্রেসের সভাপতি নভজোৎ সিং সিধুর সঙ্গে তাঁর অন্তর্দ্বন্দ্ব চলেছে৷ ২০২২-এ পাঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেস শাসিত মন্ত্রিসভার এহেন রদবদল হল৷