চণ্ডীগড়, ১৮ সেপ্টেম্বর: ৬০ জন ছাত্রীর হোস্টেলের (Hostel) বাথরুমে স্নানরত অবস্থার ভিডিও (Video) অললাইনে ছড়িয়ে পড়ার ঘটনায় উত্তাল চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় (Chandigarh University)। মধ্যরাতের পরে ক্যাম্পাসে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী ওই ৬০ জন অন্য ছাত্রীর স্নানের ভিডিও লুকিয়ে তোলে। এরপর ভিডিওগুলি সিমলার (Shimla) বাসিন্দা একটি ছেলের কাছে পাঠিয়ে দেয়। সেই ছেলেটি ভিডিওগুলি অনলাইনে (Online) ছড়িয়ে দেওয়া হয়। অভিযুক্ত ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে গারুয়ান পুলিশ পোস্টে ভারতীয় দণ্ডবিধি এবং আইটি আইনের ৩৫৪ সি ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযোগ, ভিডিওগুলি ফাঁস করার হুমকি দিয়ে অন্যদের কাছে টাকা দাবি করেছিল অভিযুক্ত মেয়েটি। বিষয়টি জানাজানি হলে ছাত্রীরা হোস্টেল থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করে। কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে যে সমস্ত ছাত্রীদের ভিডিও অনলাইনে ফাঁস হয়েছে, তাঁদের মধ্যে কয়েকজন ক্যাম্পাসে আত্মহত্যার চেষ্টা করেন। আরও পড়ুন: UP Shocker: ২৮ বছর পর দুই সৎ কাকার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা!
Trigger Warning ❗️Disturbing Visuals-
Within another 2 hours another girl has just attempted to suicide. Terrible chaos!!!! #ChandigarhUniversity#We_want_justice pic.twitter.com/JN8W1SbfTq
— Yogita Bhayana योगिता भयाना (@yogitabhayana) September 17, 2022
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এমবিএ প্রথম বর্ষের পড়ুয়া। মামলার তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। মোহালির এসএসপি বিবেক শীল সোনি জানিয়েছেন যে মেয়েটি নিজের অপরাধ স্বীকার করেছেন।