দিল্লি, ২৩ অগাস্ট: ধরালির পর চামোলি (Chamoli Cloudburst)। ফের দুর্যোগ নেমে এল উত্তরাখণ্ডে (Uttarakhand)। এবার উত্তরাখণ্ডের চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst Video) ভয়াবহ বিপর্যয় নেমে আসে। চামোলির থারালি তেহশিলে এবার মেঘভাঙা বৃষ্টিতে নামে বিপর্যয়। থারালি তেহশিলে যে বিপর্যয় নামে, তার জেরে কাদা মাটিতে চাপা পড়ে যান এক মহিলা। সেই সঙ্গে আরও একজন নিখোঁজ হয়ে যান বলে প্রাথমিকভাবে খবর মেলে।
শুক্রবার রাত ২টো নাগাদ চামোলিতে নেমে আসে বিপর্যয়। মাঝ রাতে মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, সেই সময় দানবের মত নেমে আসে বৃষ্টি, বন্যা। সেই বন্যাই শেষ করে দেয় চামোলির একাংশের মানুষের জীবনের অনেক কিছু।
মেঘভাঙা বৃষ্টিতে যে বিপর্যয় নামে, তাতে কাদার স্রোত বয়ে যেতে শুরু করে। আর সেই কাদার স্রোত থারালি তেহশিলের বহু বাড়িতে হামলে পড়ে দৈত্যের মত। ফলে কাদার স্রোতে ধুয়ে, মুছে যেতে শুরু করে বহু বাড়ি, ঘর।
শুক্রবার মাঝ রাতের বিপর্যয়ের পর শনিবার সকালে যে ছবি সামনে আসে, তা অত্যন্ত ভয়াবহ। দেখা যায়, বাড়ি, ঘর থেকে রাস্তাঘাট, সব প্রায় কাদার স্রোতে ধুয়ে গিয়েছে। কাদার স্রোতের মাঝে বাড়ি, ঘর তলিয়ে গিয়ে মানুষের স্বপ্ন, ভরসা সব মাটিতে মিশে যায়।
দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো যখন কাদার স্রোতে বাড়ি, ঘর সব ধুয়ে যায়...
धराली के बाद अब चमोली के थराली में आपदा ने मचाई तबाही, बादल फटने से भारी नुकसान, कई घर मलबे में दबे, एक व्यक्ति लापता। कई मोटरमार्ग से थराली का संपर्क कटा।#Tharali #Chamoli #Uttarakhand #Cloudburst pic.twitter.com/BCYAHKpLgX
— Ajit Singh Rathi (@AjitSinghRathi) August 23, 2025
ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গোটা ঘটনার উপর নজরদারি শুরু করে। দুর্গতদের মানুষকে নিরাপদ জায়গায় যেমন সরানো হয়, তেমনি কারও যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রেখেছেন মুখ্যমন্ত্রী।
ঘটনাস্থলে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলাকারী দল পৌঁছেছে। আপাতত তাঁরাই সমস্ত উদ্দার কাজ শুরু করেছেন। ধ্বংসাবশেষের নীচে কেউ আটকে রয়েছেন কি না, সেদিকেও নজর রাখা হয়েছে বলে খবর।