![](https://bnst1.latestly.com/uploads/images/2024/09/ashwini-vaishnaw-380x214.jpg)
দিল্লি, ১১ সেপ্টেম্বর: বুধবার নয়া ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, ৭০-এর বেশি যাঁদের বয়স, সেই সমস্ত নাগরিকদের প্রত্যেককে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (Ayushman Bharat) অধীনে এবার আনা হবে। সত্তরোর্ধ প্রত্যেক নাগরিক স্বাস্থ্য পরিষেবা পাবেন আয়ুষ্মান ভারতের দ্বারা। কেন্দ্রের এই যোজনায় ভারতবর্ষে বসবাসকারী ৪.৫ কোটি পরিবার উপকৃত হবেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
সংশ্লিষ্ট যোজনার জন্য ২,১৮৭ কোটি বরাদ্দ করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার এক সাংবাদিক সম্মেলনে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় সত্তরোর্ধ নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের কথা জানান অশ্বিনী বৈষ্ণব।
তবে এই যোজনার অধীনে নাম নথিভুক্তকরণের জন্য কোন পদ্ধতিতে কী করা হবে, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।