নতুন দিল্লি, ২৩ অগস্ট: কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাদেকর (Prakash Javadekar) রবিবার চলচ্চিত্র ও টিভি প্রোগ্রামের শুটিং পুনরায় শুরু করার জন্য কিছু স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অর্থাৎ এসওপির (SOPs) ঘোষণা করেছেন। তিনি বলেন, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শের পরে এই এসওপিগুলি চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, COVID-19 মহামারীর প্রেক্ষিতে জারি করা এই এসওপিগুলি মেনে চললেই চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের শুটিং শুরু করা যেতে পারে। এসওপিগুলির বিবরণ ভাগ করে তিনি বলেছেন, যারা ক্যামেরার সামনে রয়েছেন তাদের ছেড়ে অন্য সকলকে মাস্ক পরতে হবে।
তিনি বলেন, এসওপিগুলি প্রকাশের ফলে কেবল চলচ্চিত্র এবং টিভি সিরিয়ালগুলির শুটিংই শুরু হবে না, পাশাপাশি কর্মসংস্থানও হবে। যে যে নির্দেশিকাগুলি জারি হয়েছে সেগুলি হল-
- যারা কোনও রোগে ভুগছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। যতটা সম্ভব তাদের সকলের সঙ্গে কাজ করতে না দেওয়াই উচিত। আরও পড়ুন, ভারতে করোনা আক্রান্ত ছাড়াল ৩০ লাখ
- যেখানে জনসমাগম রয়েছে সেইসমস্ত অঞ্চলে এবং কাজের জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
- বারবার স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অফিসে ঢোকার সময় স্যানিটাইজার লাগানো আবশ্যিক। অফিস চত্বরে যেখানে সেখানে থুতু ফেলা যাবে না।
- সকলের থার্মাল স্ক্রিনিং করতে হবে।
- ৬ ফুটের শারীরিক দূরত্ব রাখতে হবে। আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করতে হবে।
- পার্কিংয়ের জায়গায় সামাজিক দূরত্ব বজায় রেখে ভিড় সামলাতে হবে।
- অডিও-ভিজ্যুয়াল মাধ্যমগুলিতে শো শুরুর আগে করোনার সতর্কতামূলক ব্যবস্থাগুলি সম্পর্কে জানাতে হবে।
- শুটিংয়ের সময় যত কম লোক নিয়ে কাজ করা যায় তা করতে হবে।
- ক্যামেরা লোকেশন, ক্রু মেম্বারদের জায়গা, বসা ও খাওয়া দাওয়ার জায়গায় বসার ব্যবস্থা সঠিকভাবে করতে হবে।
- প্রতিদিন ভ্যানিটি ভ্যান, মেকআপ রুম, সেট ও ওয়াশরুম স্যানিটাইজ করতে হবে।
- প্রয়োজন হলে গ্লাভস, বুট, মাস্ক ও পিপিই কিটের ব্যবহার করতে হবে।
- মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্টদের পিপিই পরা বাধ্যতামূলক।
- শুটিংয়ের যন্ত্রপাতি ধরা বা পারস্পরিক আদানপ্রদানের ক্ষেত্রে গ্লাভসের ব্যবহার করতে হবে।
- শুটিংয়ে প্রপস ব্যবহার করলে তাও স্যানিটাইজ করতে হবে। তবে যত সম্ভব কম ব্যবহার করতে হবে।
The SOP ensures adequate distancing at shoot locations and other work places and contains measures including proper sanitization, crowd management and provision for protective equipments pic.twitter.com/BCTTIzKffG
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020
'Contact Minimisation' is at the core of the SOP. This will be ensured by minimal physical contact and sharing of props, PPEs for hair stylists and make-up artists among others. pic.twitter.com/fBdkfEXcR9
— Prakash Javadekar (@PrakashJavdekar) August 23, 2020
করোনা মহামারীর কারণে বন্ধ ছিল সিনেমা, সিরিয়ালের শুটিং। কিছু রাজ্যে পুনরায় শুটিং চালু করলেও তা পুরোদমে চলছিল না। এবার তা পুরোদমে পুনরায় চালু করা যাবে তবে মানতে হবে কেন্দ্রের এই নির্দেশিকাগুলি।