প্রয়াগরাজ, ৭ নভেম্বর: কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অনুমতি মেলেনি। তাই বিশিষ্ট গীতিকার ও লেখক গুলজারকে (Gulzar) ডি. লিট (D.Litt) ডিগ্রি প্রদান করতে পারবে না এলাহাবাদ বিশ্ববিদ্যালয় (Allahabad University)৷ সোমবার বিশ্ববিদ্যালয়র সমাবর্তন অনুষ্ঠান রয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল অনুষ্ঠানে যোগ দেবেন না। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ আধিকারিক জয়া কাপুর বলেন, "গুলজারকে ডি.লিট ডিগ্রি প্রদানের জন্য আমরা এখনও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অনুমোদন পাইনি। তাই, তিনি সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।" আরও পড়ুন: Maharashtra Hospital Fire: মহারাষ্ট্রের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ১০ করোনা রোগীর
গুলজারকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং কার্যনির্বাহী পরিষদ নিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে একটি প্রস্তাব তৈরি করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে পাঠানো হয়। তবে মন্ত্রক সে প্রস্তাবে অনুমোদন দেয়নি।