Sidhu Moosewala's Father (Photo Credit: Instagram)

দিল্লি, ২০ মার্চ: সবে সবে দ্বিতীয়বার সন্তান এসেছে প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) বাবা, মায়ের ঘরে। সিধু মুসেওয়ালার বাবা, মায়ের সংসারে নতুন করে সন্তান আসতেই  এবার দম্পতির বয়সের সীমা নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। যে বয়সে প্রয়াত গায়কের বাবা-মায়ের ঘরে দ্বিতীয় সন্তানের আগমন হয়, তাতে সংশ্লিষ্ট দম্পতির বয়স নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় কেন্দ্রের তরফে। গত সপ্তাহে সিধু মুসেওয়ালার বাবা বলকউর সিংয়ের ঘরে ফুটফুটে সন্তানের আগমন হয়। তারপর থেকেই নাকি জেলা প্রশাসনের তরফে তাঁকে হেনস্থা করা হচ্ছে। এমনই অভিযোগ করেন মুসেওয়ালার বাবা।

আরও পড়ুন: Sidhu Moose Wala's Killer: সিধু মুসেওয়ালার খুনি সচিন বিষ্ণোইকে আজারবাইজান থেকে আনা হচ্ছে ভারতে

আইভিএফের মাধ্যমে সিধু মুসেওয়ালার ভাইয়ের জন্ম হলেও, একরত্তির জন্ম সংক্রান্ত সমস্ত তথ্য তাঁদের দেখা হবে বলে জানানো হয় জেলা প্রশাসনের তরফে। এমনই অভিযোগ করেন প্রয়াত গায়কের বাবা। এদিকে সিধু মুসেওয়ালার ভাইয়ের আগমনের কথায়, এবার আইভিএফ পদ্ধতিতে সন্তান পেতে হলে, বয়সের একটি সময়সীমার মধ্যে তা করতে হবে। আইভিএফ পদ্ধতিতে বাবা,মা হতে গেলে, বয়সের নতুন সীমা কেন্দ্রীয় সরকারের যে নিয়ম রয়েছে, তার উপর আরও বেশি করে জোর দেওয়ার কথা জানানো হয়।

আইভিএফ পদ্ধতিতে বাবা, মা হতে গেলে মহিলাদের বয়স ২১ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে বলে জানানো হয় কেন্দ্রের তরফে।