Youtube (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৮ অগাস্ট: পরপর ৮টি ইউটিউব (Youtube) চ্যানেলকে ফের বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে পরপর ৮টি ইউটিউব চ্যানেলকে নতুন করে বন্ধ করা হয়। যে ইউটিউব চ্যানেলগুলিকে বন্ধ অর্থাৎ ব্লক করা হয়, তরা মধ্যে পাকিস্তানপন্থী হিসেবে পরিচিতি ছিল একটির। বাকি ৭টি চ্যানেলের তরফে ভারত সম্পর্কে মিথ্যে খবর ছড়ানো হত। যা দেশের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত বিপদজনক। ফলে ওই ৮টি ইউটিউব চ্যানেলকে পরপর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে।

আইটি রুলস ২০২১ অনুযায়ী ৭টি ভারতীয় ইউটিউব চ্যানেলকে বন্ধ করা হয়। সেই সঙ্গে আরও একটি পাকিস্তানপন্থী ইউটিউব চ্যানেলকে করা হয় ব্লক। যে ইউটিউব চ্যানেলগুলিকে বন্ধ করা হয়েছে, তাদের ভিউজের সংখ্যা ১১৪ কোটি। অন্যদিকে ওই চ্যানেলগুলির ৮৫,৭৫,০০০ সাবসক্রাইবারও রয়েছে বলে খবর।

আরও পড়ুন: Jacqueline Fernandez: ২১৫ কোটি তছরুপের অভিযোগ, ইডির চার্জশিটে নাম জড়াতেই 'শক্তিশালী বার্তা' জ্যাকলিনের

ভারত (India) বিরোধী তথ্য ছড়ানোর অভিযোগেই মূলত ওই ৮টি ইউটিউব চ্যানেলকে বন্ধ করা হয় বলে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে।