Jacqueline Fernandez (Photo Credit: Instagram)

মুম্বই, ১৮ অগাস্ট: ইডির খাতায় নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। এবার আর্থিক তছরুপ মামলায় ইডি যে চার্জশিট পেশ করেছে, সেখানেও উঠে এসেছে বলিউড (Bollywood) অভিনেত্রীর নাম। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে। জ্যাকলিন সবকিছু জেনেও একজন তোলাবাজের কাছ থেকে সমস্ত ধরনের সুযোগ, সুবিধা নিয়েছেন বলে অভিযোগ ইডির। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ওই চার্জশিট পেশের পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে নয়া স্টেটাস শেয়ার করেন অভিনেত্রী।

জ্যাকলিন লেখেন, তাঁর মনে জোর রয়েছে। তাই তিনি নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম। নিজের গোলে পৌঁছে, তিনি স্বপ্ন পূরণ করবেন বলে আত্মবিশ্বাসী বার্তা দিতে দেখা যায় বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন:  Anubrata Mandal: বীরভূম থেকে মুর্শিদাবাদে পাচার হত গরু? সূত্র খুঁজছে সিবিআই

প্রসঙ্গত ইডির খাতায় নাম ওঠার পর জ্যাকলিন ফার্নান্ডেজ বিদেশ ভ্রমণ করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়। ভারত ছেড়ে অভিনেত্রী এই মুহূর্তে কোথাও যেতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে।