Supreme Court (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর: এবার থেকে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে (National Defence Academy) প্রবেশের ছাড়পত্র পেলেন মহিলারা (Women)৷ বুধবার দেশের শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র৷ এদিন সু্প্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কিষাণ কাউলের এজলাসে কেন্দ্রের তরফে সরকারি আইনজীবী ঐশ্বর্যা ভাটি বলেন, তিন সেনাবাহিনীর প্রধানের অনুমতিতে গত ৭ সেপ্টেম্বর বুধবার দেরি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার থেকে জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে যেতে পারবেন মহিলারা৷ কেন্দ্র যাতে সশস্ত্রবাহিনীতে মহিলাদের অগ্রাধিকার দেয়, সেজন্য সুপ্রিমকোর্ট বার বার বিষয়টির উত্থাপন করেছে৷ কিছু ক্ষেত্রে দেখা যায়, আদালত উদ্যোগী হয়ে পদক্ষেপ করলেই কোনও সমস্যা, সমাধানের রাস্তা খুঁজে নেয়৷ আরও পড়ুন-Afghanistan Crisis: অস্ত্রধারী তালিবানের সামনে তেজদীপ্ত আফগান মহিলা, ভাইরাল ছবি

এদিন বিচারপতি কাউল বলেন, “সশস্ত্রবাহিনী তো দেশের সম্মানীয় বাহিনী৷ কিন্তু লিঙ্গ সমতার বিষয়ে তাদেরকে এখনও অনেক দূর যেতে হবে৷” এই প্রসঙ্গে ঐশ্বর্যা ভাটি বলেন, “আজকের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে পুরোনো প্রথা ভেঙে বৈপ্লবিক পরিবর্তন৷” বিচারপতি সঞ্জয় কাউলের বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রের এই সিদ্ধান্তে আদালত খুশি৷ মহিলাদের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে প্রবেসের অনুমতি দেওয়া হোক, এই বিষয়ে দেশের শীর্ষ আদালতই সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি করেছে৷ আদৌ মহিলাদের প্রবেশ কার্যকী হবে কি না তানিয়ে কেন্দ্রের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপন্থা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট৷ মহিলাদের জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমিতে প্রবেশের ছাড়পত্র সম্পর্কে একটি হলফনামা জমা করা হবে৷