8th Pay Commission: কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের কাছে বড় সুখবরের অপেক্ষা। কেন্দ্রীয় সরকারী কর্মীদের মাসিক সর্বনিম্ন মূল বেতন ৩০ হাজার টাকা হচ্ছে। যা এখন আছে ১৮ হাজার টাকা। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। এখনই নয়, ২০২৬ সালের শেষের দিকে বা ২০২৭ সালের শুরুতে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে এই খুশির খবর মিলতে পারে। ৬ষ্ঠ ও ৭ম বেতন কমিশন তাদের সুপারিশ জমা দিতে প্রায় দেড় বছর সময় লেগেছিল।
অষ্টম বেতন কমিশন
অতীতে দেখা গিয়েছে বেতন কমিশনের সুপারিশের পর ক্যাবিনেট অনুমোদন ও বাস্তবায়নের জন্য আরও ৩ থেকে ৯ মাস সময় লেগেছিল। রিপোর্ট বলছে, অষ্টম বেতন কমিশনের সুপারিশ এখনো চূড়ান্ত হয়নি, তাই এর কার্যকর হতে আরও সময় লাগবে। অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতন, ভাতা ও পেনশন অনেকটাই বাড়তে চলেছে।
দেখুন খবরটি
🚨 Central government employees should wait little longer for a decent salary rise. pic.twitter.com/pFqwtDowvS
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 26, 2025
কী সুপারিশ
সূত্রের খবর, অষ্টম বেতন সুপারিশের অনুযায়ী, ফিটমেন্ট ফ্যাক্টার ১.৮ হতে পারে, যা বর্তমান ভিত্তি ভাতা প্রায় ৮০% বাড়াবে। (যেমন: ভারতীয় মুদ্রায় ১৮ হাজার থেকে প্রায় ৩২ হাজার টাকা। অন্যদিকে, Ambit Capital-এর একটি রিপোর্টে Fitment Factor ২.৪৬ পর্যন্ত হতে পারে বলে উল্লেখ রয়েছে, যা স্যালারি hikes ৩০‑৩৪% পর্যন্ত নিয়ে যেতে পারে। রিসেটের সময় ডিএ শূন্য থেকে শুরু হবে। অর্থাৎ এটি নতুন ভিত্তি বেতনের সঙ্গে যুক্ত হবে এবং DA পুনরায় নির্ধারণ শুরু হবে। বর্তমানে DA প্রায় ৫৫%। নতুন কাঠামোতে DA, HRA (ভাড়া ভাতা), ও অন্যান্য ভাতা পুনর্গোণিত করা হবে।