CBSE Result Today (Photo Credit: Latestly)

দিল্লি, ১২ মে: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সিবিএসই-র  (CBSE Result) দশম এবং দ্বাদশের ফল প্রকাশ ১২ মে অর্থাৎ আজ। দশম এবং দ্বাদশের রেজ়াল্ট জানতে হবে বেশ কয়েকটি সরকারি ওয়াবসাইট থেকে। cbse.gov.in,  cbseresults.nic.in, results.cbse.nic.in এই ওযেবসাইটগুলিতে ক্লিক করে দশম এবং দ্বাদশ শ্রেণির ফল জানতে পারবেন। কোনও পড়ুয়া যাতে ভুয়ো খবরে বিশ্বাস না করেন, সে বিষয়ে বোর্ডের তরফে আবেদন জানানো হয়েছে। সরকার ওয়েবসাইট ব্যাতীত কোনও লিঙ্কে ক্লিক করে পড়ুয়ারা যাতে ফল জানার চেষ্টা না করেন, সে বিষয়েও সরকারের তরফে জানানো হয়েছে আবেদন।

ডিজিলকারে শিগগিরই দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা পরীক্ষার ফল জানতে পারবেন বলে জানানো হয়েছে। পাশাপাশি ডিজিলকার থেকেই পড়ুয়ারা নিজেদের ডিজিটাল মার্কশিট বা শংসা পত্র জোগাড় করতে পারবেন বলেও সিবিএসই এর তরফে জানানো হয়।

আরও পড়ুন: CBSE Class 10th, 12th Result 2025: কবে সিবিএসই-র ফল প্রকাশ? দশম, দ্বাদশের রেজ়াল্ট কীভাবে দেখবেন, কোন ওয়েবসাইটে লগ ইন করবেন দেখুন

রোল নম্বর, অ্যাডমিট কার্ড আইডি, স্কুল কোড এবং জন্ম তারিখ দিয়ে তবেই সিবিএসই এর ফল পড়ুয়ারা সরকারি ওয়াবসাইট থেকে জানতে পারবেন বলে খবর।

চলতি বছরে ৪২ লক্ষ পড়ুয়ারা সিবিএসই বোর্ডের দশম এবং দ্বাদশের পরীক্ষায় বসেন। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় এই পরীক্ষা। শেষ হয় ৪ এপ্রিল। ১৮ মার্চে শেষ হয় দশম শ্রেণির পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় ৪ এপ্রিলে। ৪ এপ্রিল পরীক্ষা শেষের পর আজ ফল বেরনোর পালা। যেখানে ৪২ লক্ষ পড়ুয়ার ভাগ্য নির্ধারণ হবে আজ।