নয়া দিল্লি, ৩ ফেব্রুয়ারিঃ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (Central Board of Secondary Education) দশম এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। আজ সোমবার দুই শ্রেণির পরীক্ষার অ্যাডমিট কার্ড (CBSE Admit Card 2025) প্রকাশ করল CBSE। পরীক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট cbse.gov.in-এ গিয়ে পোর্টালে লগ ইন করে তাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দেখতে পারবে। তবে শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইট থেকে সরাসরি তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে না। নথি সংগ্রহের জন্য তাদের স্কুলে যেতে হবে।
সিবিএসই (CBSE) দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। দশম শ্রেণীর পরীক্ষা ১৮ মার্চ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ৪ এপ্রিল শেষ হবে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। সময়ের বেশ কিছটা আগে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানটা বাঞ্ছনীয়।
এই বছর ৮,০০০ স্কুলের প্রায় ৪৪ লক্ষ শিক্ষার্থী দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য উত্তীর্ন হয়েছে। বোর্ডের তরফে সম্প্রতি পরীক্ষার নীতিশাস্ত্র সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে, পরীক্ষার্থীদের পোশাকবিধি, পরীক্ষা হলের ভিতরে অনুমোদিত এবং নিষিদ্ধ জিনিসপত্রের তালিকা, অন্যায় উপায় অনুশীলন এবং জরিমানা সম্পর্কে যাবতীয় বিষয় উল্লেখ করা হয়েছে।
পরীক্ষার আগে প্রবেশপত্র বা হল টিকিট ডাউনলোড করবে কীভাবে?
- cbse.gov.in-এ যান।
- পরীক্ষা সঙ্গম (Pariksha Sangam) পোর্টাল খুলুন।
- 'Continue' বোতামে ক্লিক করুন।
- নিজের স্কুল নির্বাচন করুন।
- প্রি-পরীক্ষার কার্যকলাপ/Pre Exam Activities ট্যাবটি খুলুন।
- 'অ্যাডমিট কার্ড, সেন্টার ম্যাটেরিয়াল ফর মেইন...২০২৫'এ ক্লিক করুণ ।
- লগ-ইন বিবরণ লিখুন এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন।