দিল্লি, ২৫ জুন: সিবিএসই-র (CBSE) বড় খবর প্রকাশ্যে এল। রিপোর্টে প্রকাশ, সিবিএসই-র দশম শ্রেণির (CBSE Class 10 Exam) পরীক্ষা এবার থেকে বছরে ২বার করে হবে। ২০২৬ সাল থেকে এই নিয়ম কার্যকর করা হবে। ২০২০ সালের যে জাতীয় শিক্ষা নীতি রয়েছে, সেই নিয়ম অনুযায়ী এবার থেকে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বছরে ২বার করে নেওয়া হবে। ফেব্রুয়ারিতে হবে এই পরীক্ষার প্রথম অধ্যায়। যেখানে প্রত্যেক পড়ুয়াকে বসতে হবে বলে জানানো হয়েছে। দ্বিতীয় অধ্যায় হবে মে মাসে। অর্থাৎ প্রথম পর্বের ২ মাস পর দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা শুরু হবে সিবিএসই-র দশম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে।
এসবের পাশাপাশি বোর্ডের তরফে আরও জানানো হয়, দশম শ্রেণির পরীক্ষা যে দুটি পর্বে নেওয়া হবে, তার প্রথমটির ফল বেরোবে এপ্রিল মাসে। দ্বিতীয় পর্বের ফল প্রকাশ হবে জুনে। অর্থাৎ পরীক্ষার মত তার ফল প্রকাশও ২বার করে হবে বলে জানানো হয়েছে। তবে পরীক্ষার প্রথম পর্বে অর্থাৎ যেটি ফেব্রুয়ারি মাসে হবে, সেখানে প্রত্যেক পড়ুয়াকে বসতে হবে। দ্বিতীয় পর্বে যদি কেউ বসতে না চায়, তা বিবেচনা করা হবে। তবে প্রথম পর্বের ক্ষেত্রে কোনও ছাড় নেই বলে বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে।