বিহারের উপমুখ্যমন্ত্রী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবকে ডেকে পাঠাল সিবিআই। জমির বদলে চাকরি দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে ফ্রেবরুয়ারীর ৪ তারিখে একবার সমন পাঠানো হয়েছিল , এবার দ্বিতীয়বার সমন পাঠিয়ে ডেকে পাঠানো হল তাঁকে।
গতকাল ১১ ঘন্টা ধরে দিল্লিতে তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদ করে তেজস্বী যাদবকে। ঠিক তার পরের দিন সিবিআইয়ের সমন। তেজস্বীর পাশাপাশি লালু প্রসাদের আত্মীয়স্বজনকেও জিজ্ঞাসাবাদ করা হয়।দিল্লিতে লালুর মেয়ে মিশা ভারতী এবং বিহারে আরজেডি নেতা আবু দোজানার বাড়িতেও চলে তল্লাশি।
এই মামলায় ইতিমধ্যেই লালু-রাবড়ি সহ ১৪ জনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আর্থিক দুর্নীতিতে যুক্ত থাকা জেরে চার্জসিট ফাইল করেছে সিবিআই। গত মাসে দিল্লি আদালতের তরফ থেকে সমন জারি করে লালু এবং অন্যান্য অভিযুক্তকে ১৫ ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত এই মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মদ্যে রয়েছে ভোলা যাদব, যিনি লালু প্রসাদের রেলমন্ত্রী থাকার সময় অন ডিউটি স্পেশাল অফিসার ছিলেন।হৃদয়ানন্দ চৌধুরী, যিনি একজন রেলওয়ে কর্মচারী ছিলেন এবং ধর্মেন্দ্র পাল নামের এক ব্যক্তি।
সিবিআইয়ের অভিযোগ ২০০৪ থেকে ২০০৯ সাল অবধি রেলমন্ত্রী থাকাকালীন জমির নেওয়ার বিনিময়ে চাকরি দিয়েছিলেন লালু এবং অন্যান্যরা । গত বছরের আগস্ট মাসেও বেশ কিছু স্থানে তল্লাশি চালিয়েছিল সিবিআই এর টিম।
CBI summons Bihar Deputy CM Tejashwi Yadav in land-for-job scam today
Read @ANI Story | https://t.co/eKuPwQLgLj#Jobscam #TejashwiYadav #CBI #Bihar #DeputyCM pic.twitter.com/AYGCiNDrEW
— ANI Digital (@ani_digital) March 11, 2023