Chanda Kochhar (Photo Credits: Twitter)

নয়াদিল্লি: আইসিসিআই ব্যাঙ্ক (ICICI Bank)-ভিডিওকন (Videocon) ঋণ প্রতারণা মামলায় (loan fraud case) আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডায়রেক্টর (former MD) ও চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) চন্দ্র কোচার (Chanda Kochhar) ও তাঁর স্বামী দীপক কোচারকে (Deepak Kochhar) গ্রেফতার (arrested) করল সিবিআই (CBI)।

দীর্ঘদিন ধরেই এই ঋণ প্রতারণা মামলার তদন্ত করছিল সিবিআই। অবশেষে শুক্রবার আইসিসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডায়রেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসারকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

এপ্রসঙ্গে সিবিআইয়ের এক আধিকারিক জানান, ২০১২ সালে ভি়ডিওকন গ্রুপকে ঋণ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রতারণার সাহায্য নিয়েছিল বলে অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতে চন্দ্রা কোচার, তাঁর স্বামী ও ভিডিওকন গ্রুপের বেণুগোপাল ধূতের সঙ্গে সঙ্গে নিউপাওয়ার রিউিনএবেলস, সুপ্রিমো এনার্জি, ভিডিওকন ইন্টারন্যাশনাল ইলেকট্রনিকস লিমিটেড এবং ভিডিওকন লিমিটেডকে অভিযুক্ত করে ভারতীয় দণ্ডবিধির ফৌজদারি ষড়যন্ত্র ও দুর্নীতি বিরোধী আইনের ধারায় ২০১৯ সালে এফআইআর দায়ের করা হয়। তার ভিত্তিতে শুক্রবার ওই দুজনকে গ্রেফতার করা হল। আরও পড়ুন: Free Ration: ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে কেন্দ্র, দেখুন আরও কী বললেন পীযূষ গোয়েল