নয়াদিল্লি: শুক্রবার ওডিশার (Odisha) বালাসোরে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার (Balasore train accident) মামলায় তিন জনকে গ্রেফতার (arrest) করল জাতীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। ধৃতরা হল সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মোহন্ত (senior Section engineer Arun Kumar Mohanta), সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান (section engineer Mohammad Amir Khan) ও টেকনিশিয়ান পাপ্পু কুমার (technician Pappu Kumar)। তাদের গ্রেফতার করে সিআরপিসির ৩০৪ ও ২০১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সিবিআই সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তির বিরুদ্ধে খুন নয় অপরাধমূলক হত্যার (culpable homicide not amounting to murder) অভিযোগ ও প্রমাণ নষ্টের (destruction of evidence) অভিযোগ আনা হয়েছে। তাদের কৃতকর্মের ফলে ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনা ঘটবে এটা তারা জানত বলেই দাবি তদন্তকারীদের।
গত সপ্তাহে রেলওয়ে নিরাপত্তা কমিশনারের (Commissioner of Railways Safety) তরফে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে এই মর্মান্তিক ও ভয়াবহ দুর্ঘটনার জন্য সিগন্যালিং ডিপার্টমেন্টের (signalling department) কর্মীদের ভুলের (error) জন্যই ঘটেছিল বলে উল্লেখ করা হয়েছিল। বলা হয়েছিল তারাই এর জন্য দায়ী (responsible)। পাশাপাশি এই দুর্ঘটনার পিছনে নাশকতা (sabotage) বা প্রযুক্তিগত ত্রুটি (technical glitch) বা মেশিনে ত্রুটির (machine fault) সম্ভাবনা খারিজ করা হয়েছে।
গত মাসের ২ তারিখ শালিমার থেকে ছেড়ে যাওয়া চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ওড়িশার বালাসোরের বাহানগা বাজার স্টেশন পেরিয়ে সন্ধ্যা সাতটার কিছুটা পরে মেন লাইনের পরিবর্তে লুপ লাইনে ঢুকে যায়। যে লাইনে আগে থেকেই দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। ১২০ কিলোমিটার স্পিডে গিয়ে ওই মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল। এর ফলে চোখের নিমিষে ট্রেনটির একাধিক কোচ লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে অন্য লাইনে। কিছুক্ষণ পরে উলটো দিকের লাইন দিয়ে আসা বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস করমণ্ডলের ওই লাইনচ্যুত বগিগুলিকে ধাক্কা মারে। ফলে ওই ট্রেনটিরও কয়েকটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে ২৯৩ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ও জখম হয়েছিলেন হাজারের বেশি মানুষ। আরও পড়ুন: Gorakhpur-Lucknow Vande Bharat: মধ্যবিত্তের জন্য নতুন উড়ান, ভিডিয়োতে দেখুন গোরখপুর-লখনউ বন্দে ভারতের উদ্বোধন করলেন মোদি
Balasore train accident | CBI has arrested 3 people, senior Section engineer Arun Kumar Mohanta, section engineer Mohammad Amir Khan & technician Pappu Kumar, under sections 304 and 201 CrPC pic.twitter.com/EkXTYFHncd
— ANI (@ANI) July 7, 2023