West Bengal Assembly Elections 2021: ভোটের আগেই পশ্চিমবঙ্গে ১১৩ কোটির কালো টাকা, মদ ও অন্য সামগ্রী বাজেয়াপ্ত
Image used for representational purpose only | (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৭ মার্চ: ভোটের আগে কালো টাকা এবং বেআইনি মদের চোরাচালান রুখতে তৎপর নির্বাচন কমিশন (Election Commission of India)। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ (West Bengal Assembly Election 2021) সহ ৫ রাজ্য থেকে বিপুল পরিমাণ কালো টাকা, উপঢৌকন, বেআইনি মদ, মাদক ও দামী ধাতু বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে ২০২১ সালের নির্বাচনের ব্যয় পর্যবেক্ষণ প্রক্রিয়াতে সব মিলিয়ে ৩৩১.৪৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। তাৎপর্যপূর্ণ বিষয় হল ২০১৬ সালে মোট ২২৫.৭৭ কোটি টাকার নগদ, মদ অন্য জিনিস বাজেয়াপ্ত করা হয়েছিল। আর এবার এখনও ভোট শুরুর আগেই এই সংখ্যা ছাপিয়ে গেছে।

কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আসামে ১১.৭৩ কোটি টাকার নগদ, ১৭.২৫ কোটির মদ, ২৭.০৯ কোটির মাদক, ৪.৮৭ কোটির উপঢৌকন ও ২.৮২ কোটি টাকার দামী ধাতু বাজেয়াপ্ত করা হয়েছে। পুদুচেরিতে মোট ৫.৭২ কোটি টাকার নগদ সহ অন্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। তামিলনাড়ুতে রেকর্ড পরিমাণে পৌঁছেছে বাজেয়াপ্ত হওয়া নগদ অর্থ ও অন্য সামগ্রী। মোট ১২৭.৬৪ কোটি টাকার নগদ অর্থ সহ অন্য সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে মোট ১১২.৫৯ কোটি বাজেয়াপ্ত হয়েছে। তার মধ্যে রয়েছে ১৯.১১ কোটি নগদ অর্থ, ৯.৭২ কোটির মদ, ৪৭.৪০ কোটির মাদক, ২৯.৪২ কোটির উপঢৌকন ও ৬.৯৩ কোটির দামী ধাতু। আরও পড়ুন: WB Assembly Elections 2021: ভারতের সবচেয়ে ভ্রষ্টাচারী দল বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়

States Cash

 

Liquor

(worth Rs crores)

Drugs                        (worth Rs crores) Freebies Precious Metals Total
Assam 11.73 17.25 27.09 4.87 2.82 63.75
Puducherry 2.32 0.26 0.15 0.14 2.85 5.72
Tamil Nadu 50.86 1.32 0.35 14.06 61.04 127.64
Kerala 5.46 0.38 0.68 0.04 15.23 21.77
West Bengal 19.11 9.72 47.40 29.42 6.93 112.59
Total  89.48 28.93 75.67 48.52 88.87 331.47

কমিশন জানিয়েছে, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির বিধানসভা নির্বাচনে কালো টাকার ব্যবহার রুখতে তারা ২৯৫ ব্যায় পর্যবেক্ষক নিয়োগ করেছে। এছাড়াও ৫ জন বিশেষ ব্যায় পর্যবেক্ষকও নিয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গে কালো টাকার ব্যবহার রুখতে নিয়োগ করা হয়েছে মুরলি কুমারকে। কমিশন জানিয়েছে, যথাযথ মূল্যায়নের পরে তারা ২৫৯ টি বিধানসভা কেন্দ্রকে আরও নজরদারির জন্য ব্যয় সংবেদনশীল নির্বাচনী অঞ্চল হিসাবে চিহ্নিত করেছে।