ATM (File Photo)

মুম্বই, ৮ এপ্রিল: কিছুদিন পর থেকে সব ধরনের এটিএম (ATM) থেকেই টাকা তুলতে আর কার্ডের (Debit card) প্রয়োজন হবে না। ইউপিআই (UPI) ব্যবহার করেই টাকা তোলা যাবে। খুব শীঘ্রই সারা দেশে এই ব্যবস্থা চালু করা হবে বলে আজ জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (RBI Governor Shaktikanta Das )। শুক্রবার তিনি ঘোষণা করেছেন যে আরবিআই ভারতের সমস্ত ব্যাঙ্কের সমস্ত এটিএম-এ কার্ডবিহীন নগদ তোলার সুবিধা উপলব্ধ করার বিষয়ে কাজ করছে ৷

তিনি আরও বলেছেন যে সুবিধাটি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই-এর মাধ্যমে উপলব্ধ করার প্রস্তাব করা হয়েছে। শক্তিকান্ত দাস বলেন, “বর্তমানে এটিএম-র মাধ্যমে কার্ডবিহীন নগদ তোলার সুবিধা শুধুমাত্র কয়েকটি ব্যাঙ্কের মধ্যে সীমাবদ্ধ। এখন ইউপিআই ব্যবহার করে সমস্ত ব্যাঙ্ক এবং এটিএম নেটওয়ার্কগুলিতে কার্ডবিহীন নগদ তোলার সুবিধা উপলব্ধ করার প্রস্তাব করা হয়েছে।” আরও পড়ুন: Repo Rate: আবারও রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

আরবিআই আরও গভর্নর বলেন, "লেনদেনের সহজ করার পাশাপাশি কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং ইত্যাদির মতো জালিয়াতি প্রতিরোধ হবে।" শক্তিকান্ত দাস আরও ঘোষণা করেছেন যে আরবিআই নিয়ন্ত্রিত সংস্থাগুলি গ্রাহক পরিষেবার মান পর্যালোচনা করবে। এর জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।