RIP

কোচি, ২৪ অগাস্ট: প্রয়াত প্রাক্তন ভারতীয় বিমান সংস্থার আধিকারিক ক্যাপ্টেন টি. এ কুঞ্জিপালু (Captain TA Kunjipalu Dies)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিমান চালানো শিখিয়েছিলেন। আজ বুধবার তাঁরই পরিবার সূত্রে মিলেছে মৃত্যুর খবর। আরও পড়ুন-Land-for-Job Scam: চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি হাতানোর মামলা, পাটনা-দিল্লিতে লালুঘনিষ্ঠ নেতার বাড়িতে সিবিআই হানা

১৯৮৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন থেকে অবসর নেওয়ার পর  আলুভা-তে থাকতে শুরু করেন টি এ কুঞ্জিপালু। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিমান চালানো শিখিয়ে তাঁর পরীক্ষাও নিয়েছিলেন। পরীক্ষার পর রাজীব গান্ধীকে একজন যোগ্য পাইলট হিসেবে ঘোষণা করেছিলেন।

লক্ষ্যণীয় বিষয় হল, রাজীব  গান্ধী যখন  চুক্তি সংক্রান্ত কাজে শ্রীলঙ্কা সফরে  যান। তখন কলম্বো পর্যন্ত  তাঁর ব্যক্তিগত বিমানের পাইলট ছিলেন এই টিএ কুঞ্জিপালু।

মারা গেলেন ক্যাপ্টেন টি এ কুঞ্জিপালু : যিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীকে  প্লেন চালানো শিখিয়েছিলেন