বেঙ্গালুরু, ২১ জুলাই: লকডাউনের জের! এপ্রিল-মে-জুন, তিন মাসে করোনাভাইরাসের ধাক্কায় ২৮০ টি আউটলেট বন্ধ করল জনপ্রিয় কফি শপ ক্যাফে কফি ডে। লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ক্যাফে কফি ডে-র আউটলেট। যার জেরে লাভের ছিটেফোঁটাও ছিল না। পাশাপাশি ভবিষ্যতে সংক্রমণ এড়াতে একাধিক পদক্ষেপ-সহ আরও একাধিক ইস্যুতে খরচ বাড়বে। ক্যাফে কফি ডে-র তরফে বিবৃতি দিয়ে এমনটাই জানানো হল।
৩০ জুন ২৮০টি আউটলেট বন্ধ করা হল। এই মুহূর্তে দেশে মোট ক্যাফে কফি ডে-র সংখ্যা রয়েছে ১,৪৮০টি। কফি ডে গ্লোবালের অধীনে রয়েছে এই সংস্থাটি। লকডাউনের জেরে প্রতিটি ক্যাফেতে লাভের পরিমাণ একধাক্কায় কমেছে ১৫,৪৪৫ টাকা। সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। আরও পড়ুন: Kolkata: এবার টলিপাড়াতেও সংক্রমণ, সপরিবারে করোনা পজিটিভ অভিনেতা সুরজিৎ ব্যানার্জি
চলতি বছরের মার্চে সিডিইএল জানিয়েছিল, সংস্থাকে ১,৬৪৪ কোটি টাকার ঋণ শোধ করতে হবে ১৩টি লেন্ডারকে। এছাড়া ব্ল্যাকস্টোন গ্রুপের সঙ্গেও কথাবার্তা চলছিল বেঙ্গালুরুতে সিডিইএল-র টেকনলজি বিজনেস পার্ক বিক্রির জন্য।