রজনীকান্ত (Photo Credits: ANI)

চেন্নাই, ৫ ফেব্রুয়ারি: সিএএ নিয়ে জোরালো মন্তব্য সুপারস্টার রজনীকান্তের (Superstar Rajinikanth)। তিনি সিএএ (CAA) প্রসঙ্গে মন্তব্য করেন, যদি দেশের কোনও মুসলিমদের (Muslims) এই আইনের ফলে অসুবিধা হয় তাহলে সবার আগে আমি রুখে দাঁড়াব। শুধু সিএএ-র সমর্থনই নয়, এনপিআর খুবই 'প্রয়োজনীয়' বলে জানান তিনি। "সিএএ মুসলিমদের কোনওভাবেই ক্ষতি করবে না। যদি তাদের সমস্যা হয়, আমি সবার আগে তাদের পাশে গিয়ে দাঁড়াবো। আমি এর বিরুদ্ধে রুখে দাঁড়াব", বলে মত দেন তিনি।

তিনি আরও বলেন,"এই সরকার নিশ্চিত করেই দিয়েছে সিএএর ফলে কোনও ভারতবাসীকে কোনওভাবে অসুবিধেয় পড়তে হবে না। কিছু দল আছে তাদের স্বার্থের জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে।" তিনি দেশজুড়ে সিএএ বিক্ষোভ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে জানিয়েছেন, "হিংসা প্রদর্শন এবং বিক্ষোভ, দাঙ্গা করে কোনও সমস্যার সমাধান হতে পারে না। আমি সকলকে অনুরোধ করছি সকলে একত্র হন এবং দেশের নিরাপত্তার ব্যাপারটি একটু ভালোভাবে ভেবে দেখুন।" তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের দিকে মনোনিবেশ করার জন্য ৬৯ বছর বয়সী দক্ষিণী অভিনেতা রজনীকান্ত গত বছর লোকসভা নির্বাচন এড়িয়ে যান।

আরও পড়ুন, অযোধ্যায় রামমন্দির নির্মাণে ট্রাস্ট গঠন করছে কেন্দ্র, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তবেআরেক দক্ষিণী সুপারস্টার কমল হাসান সিএএ এবং এনআরসির তীব্র বিরোধিতা করে জানান,"পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতাকে দেশ বিভাজন এবং দেশকে ধ্বংস করার অধিকার দেওয়া হয়নি।এনআরসিরই আরেকটি বর্ধিত অংশ এই সিএএ। যতক্ষণ না এই আইন তুলেনেওয়া হবেআমি ততক্ষণ প্রতিবাদ করে যাব।"এই মন্তব্ব্যই করেন নেতা এবং অভিনেতা কমল হাসান।