এবার দুর্ঘটনার কবলে পড়ল অমরনাথ তীর্থযাত্রীদের বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের (J&K Road Accident) কুলগামে খুদওয়ানি এলাকায় ৪৪ নন্বর জাতীয় সড়কে টার্ক তাচলু ক্রসিংয়ে। তিনটি বাস একে অপরকে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ থেকে ১৬ জন যাত্রী। তাঁদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের বেশিরভাগের মাথায় আঘাত লেগেছে। তবে আশঙ্কাজনক পরিস্থিতি কারোর নয়। এমনকী মৃত্যুর ঘটনাও ঘটেনি। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও বিএসএফ জওয়ানরা এসে উদ্ধারকাজে হাত লাগায়। ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে

জানা যাচ্ছে, এদিন সকালে ৪৪ নন্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল তীর্থযাত্রীদের তিনটি বাস। বাসগুলিতে করে তীর্থযাত্রীরা অমরনাথ থেকে ফিরছিলেন। টার্ক তাচলু ক্রসিংয়ে তিনটি বাস একে অপরের সঙ্গে ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরাই প্রথমে পুলিশে খবর দেয়। এপর তড়িঘড়ি আহতদের উদ্ধার করা হয়। যাঁদের অল্প চোট লাগে তাঁদের ঘটনাস্থল থেকে কিছুটা দূরে একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। আর কয়েকজনকে অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ

এই দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে কড়া নজরদারি রাখা হয়েছে ওই এলাকায়। সেই সঙ্গে দুর্ঘটনাটি কীভাবে ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।