অমৃতসর, ৬ মার্চ: অমৃতসরের (Amritsar) খাসা (Khasa) গ্রামে বিএসএফ মেসে (BSF Mess) গুলি চলল। ঘটনায় ৫ জওয়ানের নিহত হয়েছেন বলে জানিয়েছে বিএসএফ। গুরুতর জখম এক জওয়ান হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বিএসএফ (BSF) জানিয়েছে, অমৃতসরের খাসাতে ১৪৪ নম্বর ব্যাটেলিয়নের সদর দফতরের মেসে কনস্টেবল সত্তেপা এসকে (Satteppa SK) সহকর্মীদের লক্ষ্য করে আচমকা গুলি চালাতে শুরু করেন। তাতে ৫ জন গুরুতর জখম হন। বিএসএফ সূত্রের খবর, নিজের রাইফেল থেকে গুলি চালানোর পরই অভিযুক্ত কনস্টেবল সত্তেপা নিজের গলাতেও গুলি চালান। তাতে নিজেও গুরুতর জখম হন। পরে সত্তেপা-সহ মোট ৫ জওয়ানের মৃত্যু হয়। ১ জওয়ানের অবস্থা গুরুতর। তিনি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি রয়েছেন।
5 troops were injured today due to fratricide committed by Ct Satteppa SK at HQ 144 Bn Khasa, Amritsar. Ct Satteppa S K was also injured. Out of the 6 injured, 5 troops incl Ct Satteppa, have lost their lives, one critical. A court of inquiry has been ordered: BSF pic.twitter.com/d17FzAdFkl
— ANI (@ANI) March 6, 2022
কী কারণে ওই কনস্টেবল গুলি চালাল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কোনও বিষয় নিয়ে সতীর্থদের সঙ্গে বচসা চলাকালীন কনস্টেবল সত্তেপা এসকে সহকর্মীদের লক্ষ্য করে আচমকাই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়ে দেন।