দিল্লি, ২৩ জুলাই: তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট (Budget) মঙ্গলবার পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেট পেশের পর তার ভূয়ষী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলী সীতারামন যে বাজেট পেশ করেছেন, তা সমাজের সর্বস্তরের মানুষের শক্তি বৃদ্ধি করবে। সমাজের সব সম্প্রদায়ের মানুষকে শক্তি প্রদানকারী এই বাজেট বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দশের প্রত্যেক গ্রাম, গরীব এবং কষককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য এই বাজেট। গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দরিদ্রসীমা থেকে বাইরে বেরিয়েছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। দারিদ্রতা থেকে বেরিয়ে যে শ্রেণির মানুষ মধ্যবিত্তের আওতায় এসেছেন, তাঁদের শক্তি প্রদান করবে এই বাজেট। মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
শুনুন কী বললেন প্রধানমন্ত্রী...
#WATCH | On Union Budget 2024-25, PM Modi says, "This budget will give power to every section of the society..." pic.twitter.com/embNpHl4JG
— ANI (@ANI) July 23, 2024
সেই সঙ্গে দেশের যুব সম্প্রদায়কে নতুন নতুন কাজের সুযোগও এই বাজেট করে দেবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।