BSF Shoots Down Pakistani Drone: জম্মু ও কাশ্মীরে গুলি করে পাকিস্তানের ড্রোন নামাল বিএসএফ, উদ্ধার আগ্নেয়াস্ত্র
গুলি করে পাকিস্তানের ড্রোন নামাল বিএসএফ (Photo: ANI)

শ্রীনগর, ২০ জুন: জম্মু ও কাশ্মীরে গুলি করে পাকিস্তানের ড্রোন (Drone)নামাল বিএসএফ (BSF)। কাঠুয়া জেলার (Kathua) পানসারে আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এলকায় ওড়ার সময় শনিবার ভোর ৫.১০ মিনিটে বিএসএফ জওয়ানরা গুলি করে পাকিস্তানের ওই ড্রোনটিকে নামান। বিএসএফের টহলদারি দল পেট্রলিং চালাচ্ছিল সীমান্ত অঞ্চলে। সেই সময়ই পাক ড্রোনটিকে উড়তে দেখে তারা। ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানোর পর তা থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে। এম-৪ রাইফেল, ২টি ম্যাগাজিন, ৬০ রাউন্ড বুলেট ও ৭টি গ্রেনেড উদ্ধার হয়েছে।

গুপ্তচরবৃত্তির উদ্দেশ্যেই ড্রোনটি ভারতীয় আকাশসীমায় ঢুকেছিল বলে সূত্রের খবর। কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর সংলগ্ন এলাকায় ড্রোনটিকে উড়তে দেখা যায়। আরও পড়ুন: India-China Standoff: 'গালওয়ানে সেনাদের বলিদান বৃথা হতে দেব না', বার্তা দিলেন ভারতীয় বায়ু সেনার চিফ মার্শাল আরকেএস ভাদাউড়িয়া

জানা গেছে, ড্রোনটির ভিতর থেকে আলি ভাই বলে এক ব্যক্তির নাম পাওয়া গেছে। কে এই আলি ভাই, তার খোঁজ চলছে। ড্রোনটিকে উড়তে দেখে বিএসএফ-র জওয়ান দেবন্দর সিং ৮ রাউন্ড বুলেট ফায়ার করেন। ভারতীয় সীমার ২৫০ মিটার ভেরতে ড্রোনটি পড়ে।