File image of security personnel at the border | (Photo Credits: PTI)

দিল্লি, ৩ ফেব্রুয়ারি: পাকিস্তান (Pakistan) থেকে ভারতে (India) প্রবেশ করতে গিয়ে খতম অনুপ্রবেশকারী। বিএসএফের গুলিতে শেষ হয়ে যায় ওই পাকিস্তানি অনুপ্রবেশকারী। পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের (Ferozepur sector ) ওই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে।

রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার সকালে পাকিস্তানের দিক থেকে এক অনুপ্রবেশকারী ভারতে প্রবেশের চেষ্টা করে। ওই সময় বিএসএফ (BSF) প্রথমে তাঁকে বাধা দেয়। বিএসএফ বাধা দেওয়া সত্ত্বেও, ওই অনুপ্রবেশকারী কিছু মানেনি। শেষ পর্যন্ত বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। ভারতীয় সীমান্তে প্রবেশের আগেই বিএসএফের গুলিতে নিহত হয় ওই অনুপ্রবেশকারী।

আরও পড়ুন: Galwan Clash: গালওয়ানে ভারতীয় সেনার ভয়ে নদীতে ঝাঁপ ৩৮ চিনা সেনা সেনার, অস্ট্রেলিয়ার সংবাদপত্রের বিস্ফোরক দাবি

পাঞ্জাবের (Punjab) ফিরোজপুর সেক্টরে আর কোনও পাকিস্তানি অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে কি না, সে বিষয়ে খোঁজ শুরু হয়েছে। প্রসঙ্গত গত ২ ফেব্রুয়ারি ফিরোজপুর সেক্টরের সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে বিএসএফের। এরপর থেকেই গোটা এলাকা ঘিরে ধরে জোরদার তল্লাশি চালানো হয়।