Representational Image (Photo Credits: Pixabay)

জুয়ায় সব টাকা হারিয়ে সোনার দোকানে চুরি করল এক বিএসএফ জওয়ান। খেলনার বন্দুক ব্যবহার করে দিল্লির (Delhi) ফার্স বাজারে সোনার দোকানে লুট করল সে। ঘটনার পর মধ্যপ্রদেশে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত। অবশেষ বুধবার শিবপুরির একটি গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের থেকে উদ্ধার হয়েছে ২টি সোনার বিস্কুট এবং নগদ ২ লক্ষ টাকা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পালানোর পর ২টি সোনার বিস্কুট বিক্রি করেছিল সে। সেই বিক্রির টাকা এদিন উদ্ধার হয়।

জুয়ার নেশায় আশক্ত জওয়ান

জানা যাচ্ছে, ২০২৩ সালে বিএসএফ ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছিল বছর ২২-এর গৌরব যাদব। ট্রেনিং সম্পন্ন হওয়ার পর ২০২৫-এর মে মাসে পঞ্জাবের ফজলিকা সীমান্তে বিএসএফ কনস্টেবল পদে পোস্টিং হয় তাঁর। গৌরব জুয়ার নেশায় আশক্ত ছিল, তাই চলতি মাসে এই জুয়াতেই লক্ষাধিক টাকা হারিয়ে ফেলেছিল। আর সেইই কারণেই চুরি করার পরিকল্পনা করে সে। গত ১৮ জুন ক্যাম্প থেকে ছুটি নিয়ে দিল্লিতে আসে গৌরব।

অনলাইন জুয়ায় লক্ষাধিক টাকার ক্ষতি

অভিযোগ, পরেরদিন অর্থাৎ ১৯ জুন ফার্স বাজারে একটি সোনার দোকানে খেলনার বন্দুক নিয়ে ঢুকে পড়ে। সেখানে চারটি সোনার বিস্কুট লুট করে দিল্লি স্টেশনে দিয়ে ট্রেন ধরে সে। তারপর মধ্যপ্রদেশে দিয়ে গা ঢাকা দেয়। বুধবার সেখান থেকেই টাকা ও সোনা উদ্ধার করে দিল্লি পুলিশ। জানা যাচ্ছে, অনলাইন জুয়ায় লক্ষাধিক টাকা হারিয়েছিল সে। সেই কারণেই সোনার দোকানে লুটি করে সে।