B.S. Yediyurappa (Photo Credit: Wikipedia)

বেঙ্গালুরু, ২৮ জানুয়ারি:  মধ্য বেঙ্গালুরুর (Bengaluru)  ফ্ল্যাট থেকে উদ্ধার হল কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) নাতনির মৃততেহ। যা নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। পেশায় চিকিৎসক, বছর ত্রিশের সৌন্দর্য কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে খোঁজ শুরু করেছে পুলিশ। বিজেপি নেতা তথা কর্ণাটকের (Karnataka)  প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাতনির সৌন্দর্যের মৃতদেহ হাসপাতালে নিয়ে য়াওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

 

রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুরুর ফ্ল্যাটে সৌন্দর্যকে নিজের ঘরে ঝুলতে দেখে, সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা তাঁক হাসপাতালে নিয়ে যান। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরই  সৌন্দর্যকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রসঙ্গত পেশায় চিকিৎসক সৌন্দর্যর ৪ মাসের সন্তান রয়েছে। প্রসব পরবর্তী অবসাদের জেরেই সৌন্দর্য আত্মহত্যা করতে পারেনবলে প্রাথমিক অনুমান। সৌন্দর্যের স্বামীও একজন চিকিৎসক। স্ত্রীর অকস্মাৎ আত্মহত্যার পর তিনি  এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন:  COVID 19: করোনার নয়া স্ট্রেন নিওকভের মারণ ক্ষমতা অনেক বেশি, সতর্কতা চিনের গবেষকদের

ইয়েদুরাপ্পার নাতনির মৃত্যুর খবর পেতেই সেখানে হাজির হন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।