Representational Image (Photo Credit: X)

মুম্বই, ২ এপ্রিল: সামাজিকভাবে  বিয়ের মাত্র কয়েকদিন আগে হবু বরকে খুনের (Murder) চেষ্টা করল কনে (Bride)। তাও আবার কনট্র্যাক্ট কলার ভাড়া করে। প্রাক-বিবাহ ফটোশ্যুট থেকে শুরু করে বাগদান পর্ব, সবকিছু সারার পরও হবু বরকে পছন্দ হয়নি। তাই ময়ূরী দাংডে নামে এক তরুণী তার প্রেমিক সন্দীপ গওয়াডেকে দিয়ে হবু বর সাগর জয়সিংকে খুনের পরিকল্পনা করে। সাগর জয়সিংয়ের সঙ্গে বিয়ের আগেই যাতে তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, সে বিষয়ে ময়ূরী দাংডে পরিকল্পনা করে ফেলে। ময়ূরি সন্দীপের সঙ্গে কথা বলে সাগরকে খুনের বিষয় নিয়ে। এরপর ভাড়াটে খুনি নিয়ে গিয়ে ময়ূরি সাগরকে খুনের চেষ্টা চালায়।  সন্দীপকে ভাড়াকে খুনি জোগাড় করে দিতে সাহায্য করে আরও বেশ কয়েকজন।

তবে ভাড়াটে খুনির পিছনে ১.৫০ লক্ষ টাকা খরচ করলেও সাগর জয়সিংকে খুন করতে পারেনি ময়ূরি এবং সন্দীপরা। উলটে ময়ূরিদের পরিকল্পনা জানতে পেরে সাগর সরাসরি থানায় হাজির হন এবং স্মরণাপন্ন হয় পুলিশের। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়।

বিষয়টি আরও খুলে বলা যাক তাহলে। গত ২৭ ফেব্রুয়ারি সাগর জয়সিং কদম যখন হোটেল থেকে ফিরছিলেন, সেই সময় তাঁর উপর হামলা চালায় ময়ূরি এবং সন্দীপদের ভাড়াটে খুনিরা। মহারাষ্ট্রের (Maharashtra) পুণের (Pune) দাউন্দ তালুকায় সাগর জয়সিংয়ের উপর হামলা চালানো হয়। বাঁশ, লাঠি নিয়ে সাগরের উপর চড়াও হয় ময়ূরি এবং সন্দীপের ভাড়া করা লোকজন। তবে সাগর কোনওক্রমে সেখান থেকে পালিয়ে যান। থানায় হাজির হয়ে সাগর সমস্ত কথা খুলে বলেন।

আরও পড়ুন:  Saurabh Rajput Murder Case: স্বামীকে খুন করে প্রেমিক সাহিলের 'স্ত্রীয়ের' পরিচয়ে হিমাচলের হোটেলে রাত্রিবাস মুসকানের, সেখানেই জন্মদিন উদযাপন, আর কী কী জানাচ্ছেন হোটেল কর্মী

সাগরের অভিযোগ পেয়ে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ পরপর ৫ জনকে আটক করে। সেই সঙ্গে যে গাড়িতে চেপে ময়ূরি এবং সন্দীপের লোকরা সাগরকে খুন করতে হাজির হয়, সেই গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়।

যদিও মূল অভিযুক্ত ময়ূরি দাংডের খোঁজ এখনও মেলেনি। ময়ূরিকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। সবকিছু মিলিয়ে মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত খুনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বামী, স্ত্রীর গন্ডগোল এবং তাঁদের একে অপরকে খুন, জখম রাহাজানির খবর উঠে আসতে শুরু করেছে। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।