প্রতীকী ছবি (Photo Credits: Pexels)

নয়াদিল্লিঃ মণ্ডপ তৈরি। হাজির আত্মীয়স্বজন। বিয়ে শুরুর আগে হঠাৎ নিখোঁজ কনে। সাজতে গিয়ে আর ফিরলই না সে। এরপরই পুলিশের দ্বারস্থ বর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গোরক্ষপুরে(Gorakhpur)। জানা গিয়েছে, বরের নাম কমলেশ কুমার। সীতাপুরের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা তিনি। পেশায় কৃষক। প্রথম স্ত্রীকে হারয়ে দ্বিতীয়বার সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন কমলেশ। গোরক্ষপুরের এক মহিলার সঙ্গে বিয়ে ঠিক হয় তাঁর। বিয়েতে যৌতুক হিসেবে কনে পক্ষকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল বলেও দাবি কমলেশে।

বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেল কনে

এ বার আসা যাক আসল ঘটনায়। বিয়ের দিন দু'পক্ষই মন্দিরে হাজির হয়। বরপক্ষের দেওয়া শাড়ি এবং গয়না নিয়ে সাজতে যায় কনে। এরপর আর ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজি করেও দেখা মেলেনি তাঁর। শুধু তাই নয় সঙ্গে নিখোঁজ হয়ে যান কনের মাও। পরিস্থিতি বেগতিক দেখে সোজা পুলিশের দ্বারস্থ হয় কমলেশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর সংবাদমাধ্যমকে কমলেশ বলেন, "সব হারয়ে নতুন করে সংসার পাততে চেয়েছিলাম। কিন্তু সব হারালাম।"

টাকাপয়সা ও গয়না নিয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেল কনে