Chamoli Boulder Crash. (Photo Credits:X)

Uttarakhand Disaster: আরও একবার উত্তরাখণ্ডে বড় প্রাকৃতিক বিপর্যয়।

বিড়হি–নিঝমুলা উপত্যকায় ভয়াবহ ভূমিধস। টানা বৃষ্টির জেরে বিশাল পাথর ধসে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল উত্তরাখণ্ডে বদ্রীনাথ জাতীয় সড়ক (Badrinath Highway, NH-7)। শনিবার সকালে চামোলি (Chamoli Boulder Crash) জেলায় এই দুর্ঘটনা ঘটে। চামোলির নন্দপ্রয়াগ ও ভানেরপানি এলাকার কাছে হঠাৎ পাহাড় থেকে বিশালাকৃতির কয়েকটি বোল্ডার গড়িয়ে এসে জাতীয় সড়ক ঢেকে দেয়। চামোলি পুলিশের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড় থেকে ভয়াবহ গতিতে পাথর নেমে আসছে এবং মুহূর্তের মধ্যে রাস্তা ঢেকে যায়। সড়কের উপর জমে যায় পাথর, কাদামাটি ও ধ্বংসাবশেষ, ফলে বদ্রীনাথ যাত্রার জাতীয় সড়কটি পুরোপুরি অচল হয়ে পড়ে।

ওই সময় শতাধিক যানবাহন, যার মধ্যে তীর্থযাত্রী ও পর্যটকবাহী গাড়িও ছিল, আটকে পড়ে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। গতকাল, শুক্রবার থেকে চামোলি, রুদ্রপ্রয়াগ ও আশপাশের জেলায় প্রবল বৃষ্টি চলছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ফলে আলকানন্দার মতো নদীগুলি ফুলে উঠেছে, যা নতুন করে ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে।

দেখুন ভয়াবহ ভূমিধসের ভিডিও

দেখুন ধসে পড়ছে বোল্ডার

প্রশাসন যাত্রীদের বদ্রীনাথ, কেদারনাথ ও হেমকুণ্ড সাহিবের সফর স্থগিত রাখার পরামর্শ দিয়েছে। জরুরি সহায়তার জন্য চামোলি পুলিশের হেল্পলাইন নম্বর ০১৩৮৬-২২২১৩০ চালু করা হয়েছে। ১০০-র বেশি রাস্তা, যার মধ্যে গঙ্গোত্রি ও যমুনোত্রি হাইওয়ের কিছু অংশও রয়েছে, বন্ধ রয়েছে। কেদারনাথ যাত্রা আংশিকভাবে স্থগিত হয়েছে। আবহাওয়া দফতর (IMD) চামোলি, বাগেশ্বর, দেরাদুন ও রুদ্রপ্রয়াগে অত্যন্ত ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা। এই সতর্কতা ৩১ আগস্ট, রবিবার পর্যন্ত জারি থাকবে।