আমেদাবাদ, ২৮ অক্টোবর: নরেন্দ্র মোদীর রাজ্যে নারকীয় গণধর্ষণের ঘটনা। গত বুধবার গুজরাটের বোতাদে ৩১ বছরের এক মহিলাকে জোর করে ফাঁকা জায়গায় তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে পাঁচ ব্যক্তি। সেই মহিলা তাঁর বাপের বাড়ি থেকে ফিরছিলেন।
অটোর জন্য অপেক্ষা করার সময় উল্টো দিক থেকে আসা এক গাড়ি করে মহিলাকে তুলে নিয়ে যায় পাঁচ জনে। তারপর জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ফাঁকা জায়গায় গিয়ে গণধর্ষণ করে। আরও পড়ুন-জম্মু কাশ্মীরে পরপর ১০টি বাড়িতে আগুন, দেখুন ভয়াবহ ভিডিয়ো
দেখুন টুইট
Botad: Botad police have booked five persons on charges of gang-raping a 31-year-old woman, police said on Friday. According to a complaint lodged by the survivor’s father, the accused confined the woman on the night of October 26 and repeatedly violated her till the next afterno pic.twitter.com/xBwfDyyzlb
— Deccan News (@Deccan_Cable) October 28, 2022
গণধর্ষণের পর সেই মহিলাকে বেঁধে রাখা হয়। এরপর ফের সেই ৩১ বছরের মহিলার ওপর যৌন অত্যাচার চালায় পাঁচজন। পরদিন দুপুরে মহিলাটিকে ছেড়ে পালায় ধর্ষকরা। মহিলার মানসিক অবস্থা আগে থেকেই ঠিক ছিল না বলে জানা গিয়েছে। মহিলার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এই গণধর্ষণ কাণ্ডের তদন্ত শুরু হয়েছে।