(Photo Credits: ANI)

শ্রীনগর: বুধবার কাশ্মীর উপত্যকার (Kashmir Valley) বিভিন্ন স্কুলের ২৯ জন পড়ুয়াকে (students) শিক্ষা ও অনুপ্রেরণামূলক (educational-cum-motivational) ভারত দর্শন টুরে (Bharat Darshan Tour) পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বল (Border Security Force)।

সংবাদ সংস্থা এএনআই (ANI) সূত্রে জানা গেছে, সাতজন ছাত্রী ও ২২ জন ছাত্র রয়েছে ২৯ জনের ওই দলে। বুধবার তাঁদের ভারত দর্শন টুরের জন্য বিমানে (Flight) মুম্বই (Mumbai) পাঠানো হয়।

সাতদিনের ওই টুরে পড়ুয়ারা মুম্বই ও তার আশেপাশে থাকা বিখ্যাত পর্যটনস্থলগুলি (major tourist attractions) ঘুরে দেখবে। ওই এলাকাগুলির মধ্যে রয়েছে গেটওয়ে অফ ইন্ডিয়া (Gateway of India), নেহরু সায়েন্স সেন্টার (Nehru Science Centre), মেরিন ড্রাইভ (Marine Drive), জাহাঙ্গীর আর্ট গ্যালারি (Jahangir Art Gallery), হাজী আলি দরগা (Haji Ali Dargah), ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (Bhabha Atomic Research Centre)-সহ একাধিক জায়গা। এই জায়গাগুলো ঘুরে দেখে পড়ুয়ারা উপত্যকায় গিয়ে ভালোবাসা (love) ও শান্তির (peace) বার্তা ছড়িয়ে দেবে বলে মনে করছেন সীমান্তরক্ষী বলের আধিকারিকরা। টুরের সময় পড়ুয়াদের খাবার, থাকার জায়গা, জামাকাপড় ও পরিবহনের খরচ তাঁরাই বহন করবেন বলে জানিয়েছেন।

সীমান্তরক্ষী বলের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভারত সরকারের জনসংযোগ বৃদ্ধির প্রকল্পের অঙ্গ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাশ্মীরের মানুষের প্রতি কেন্দ্রের মনোভাব বোঝাতে ও এখানকার মানুষের প্রতি সীমান্তরক্ষী বলের প্রতিশ্রুতি অনুযায়ী উদ্যোগ নেওয়া হয়েছে। এই বছর মোট এই ধরনের পাঁচটি টুর হবে। তাতে অংশ নেবে কাশ্মীরের ১০৫ জন পড়ুয়া।

বুধবার শ্রীনগরের (Srinagar) হুমহামায় (Humhama) অবস্থিত বিএসএফের (BSF) ফ্রন্টিয়ার হেড কোয়ার্টার পতাকা উত্তোলন করে কাশ্মীরি পড়ুয়াদের ভারত দর্শন টুরের সূচনা করেন বিএসএফের ইন্সপেক্টর জেনারেল (BSF Inspector General) (কাশ্মীর ফ্রন্টিয়ার) অশোক যাদব। আরও পড়ুন: UGC Dual Degrees Update: শিথিল হোক দ্বৈত ডিগ্রি অর্জনের নিয়ম, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দেশ UGC-র