বিমানবন্দরের পর এবার স্কুল। ফের বোমা হামলার (Bomb Threat) হুমকি মেইল ঘিরে ছড়ালো চাঞ্চল্য। শুক্রবার এই হুমকি বার্তা এল গুজরাটের ভাদোদারার হারনি এলাকার একটি সিগনাস স্কুলে। হুমকি পেল পেতেই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ঘটনাস্থলে আসে পুলিশের বম্ব স্কোয়াডের আধিকারিকরা। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুজির পরেও মেলে না কোনও সন্দেহজনক জিনিসপত্র। তবে তারপরেও স্কুল চত্বরে রাখা হয়েছে নজরদারি। এদিকে কে বা কারা এই ভুয়ো হুমকি বার্তা পাঠাল তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড
জানা যাচ্ছে, এদিন সকালে স্কুলে ঢোকার পর অফিসিয়াল মেইল আইডি খুলে হুমকি বার্তাটি দেখতে পান স্কুলের প্রিন্সিপাল। তিনিই তড়িঘড়ি থানায় খবর দেয় এবং স্কুল বন্ধ রাখায় নির্দেশ দেন। ফলে যে সমস্ত পড়ুয়ারা স্কুলে চলে এসেছিল, তাঁদের নিরাপদে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। স্কুলে ঢুকে বম্ব স্কোয়াডে আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় কিন্তু কিছুই খুঁজে পায় না। এদিকে কারা মেইলটি পাঠিয়েছে সেটি খতিয়ে দেখছে সাইবার সেল।
আরডিএক্সের হুমকি
পুলিশসূত্রে খবর, হুমকি বার্তায় লেখা ছিল স্কুলের মধ্যে আরডিএক্স মজুত করে রাখা হয়েছে এবং যখন তখন তা ফেটে জেতে পারে। এই মেইলের খবর সামনে আসতেই চাঞ্চল্য শুরু হয় স্কুল চত্বরে।