জেএনইউ-তে দীপিকা পাডুকোন (Photo Credit: Twitter/ File Photo))

নতুন দিল্লি, ৭ জানুয়ারি: জেএনইউ-র ছাত্রসংসদ নেত্রী ঐশী ঘোষের সমর্থনে মঙ্গলবার সকালেই টুইটারে ঝড় তুলেছিলেনবলিউড ডিভা দীপিকা পাডুকোন। সন্ধ্যায় প্রতিবাদী আক্রান্ত পড়ুয়াদের সমর্থনে পৌঁছে গেলেন সেই সবরমতী টি পয়েন্টে। একেবারে জেএনইউ-র ক্যাম্পাসে। সেখানে ঐশী ঘোষ-সহ রবিবারের ঘটনায় আহত পড়ুয়াদের সঙ্গে দেখাও করলেন দীপিকা। সেখানে হাজির জেএনইউ-এর প্রাক্তনী কানহাইয়া কুমারও। বলিউডের প্রথম সারির অনেক অভিনেতা-অভিনেত্রীই জেএনইউ কাণ্ড নিয়ে সরব হয়েছেন, কিন্তু একেবারে জেএনইউ-তে পৌঁছে গিয়ে দীপিকা একপ্রকার চমকেই দিলেন। সেইসঙ্গে বলিউড যে প্রয়োজনে কতটা মুখর হতে পারে, তাও যেন বুঝিয়ে দিলেন  অভিনেত্রী।

উল্লেখ্য, রবিবার সন্ধেতে রীতিমতো লোহার রড, ব্যাট, অ্যাসিড নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে হামলা চালায় এবিভিপি-র গুন্ডারা। সন্ধের সময় কয়েকটি গাড়ি করে ক্যাম্পাসে প্রবেশ করে সশস্ত্র গুন্ডাবাহিনী। হামলা চালায় মেয়েদের (সবরমতী) হস্টেলে। লোহার রড দিয়ে মারা হয় পড়ুয়াদের। বাদ যাননি ছাত্র সংসদের সভানেত্রী, বাংলার মেয়ে ঐশী ঘোষও। তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এইমসের চিকিৎসরা পর এখন তিনি কিছুটা সুস্থ। তবে মাথায় পড়েছে পাঁচটি সেলাই। এই ঘটনায় সাড়া দেশের পাশাপাশি বলিউড সেলেবরাও প্রতিবাদে সরব হয়েছেন। রবিবারের ঘটনার পরই অভিনেত্রী সোনম কাপুর, আয়ুষ্মান খুরানা, রিচা চাড্ডা, কঙ্কণা সেনশর্মা, অনুরাগ কাশ্যপ, তাপসী পান্নু, কৃতী শ্যাননের মতো বলি সেলেবরা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন। আরও পড়ুন-Anti CAA Protests: সিএএ বিরোধিতায় এবার সু্প্রিম কোর্টের আইনজীবীরা, লনে দাঁড়িয়ে সমস্বরে পড়লেন সংবিধানের প্রস্তাবনা

সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি হওয়ার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদ ও অশান্তির ঝড় চলছে। এর আগেও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে পথে নেমেছিলেন বলিউড তারকাদে একাংশ। ফের রবিবার জেএনইউ-তে মারধরের ঘটনায় মুম্বইয়ে পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন তাঁরা। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে জড়ো হয়ে স্লোগানও দেন তারকারা। তালিকায় ছিলেন অনুরাগ কাশ্যপ, রিচা চাড্ডা, তাপসী পান্নু, বিশাল ভরদ্বাজ, অনুভব সিনহারা। রয়েছেন অঙ্কর পাঠক, জোয়া আখতার, দিয়া মির্জা, রাহুল বোসরাও। আর আজ তো জেএনইউ-র যুদ্ধক্ষেত্রে পৌঁছে গেলেন দীপিকা।