নতুন দিল্লি, ২৭ জানুয়ারি: সাধারণতন্ত্র দিবসে লালকেল্লায় ঢুকে পড়া আন্দোলতরত কৃষকদের দলটিতে ছিলেন পাঞ্জাবের অভিনেতা দীপ সিধু। লালকেল্লার ব়্যাম্পার্টে পতাকা উত্তোলন করতে দেখা যায় দীপ সিধুকে। সেখানেই বিক্ষুব্ধ কৃষক ও কর্তব্যরত পুলিশকর্মীদের মধ্যে খণ্ডযুদ্ধও শুরু হয়ে যায়। এই ঘটনার পর বলিউড অভিনেতা সানি দেওল-সহ অনেকেই দীপ সিধুর সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। এই বিপর্যয়ের পরেপরেই এক টুইট বার্তায় সানি দেওল (Sunny Deol) জানান, “লালকেল্লার ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। দীপ সিধুর সঙ্গে তিনি ও তাঁর পরিবারের কোনওরকম সম্পর্ক নেই।” এদিকে লালকেল্লার ব়্যাম্পার্টে যখন পতাকা তুলছিলেন দীপ সিধু, তখন ফেসবুকে লাইভও করেন তিনি। আরও পড়ুন-US Female Soldiers: মার্কিন মহিলা সেনানিরা লম্বা চুলে পনিটেল বাঁধতে পারেন, হতে পারেন ন্যাড়া
Tear gas shells being used against the #HistoricTractorMarch at Akshardham, Delhi. pic.twitter.com/E14fjq7zH7
— Jas Oberoi | ਜੱਸ ਓਬਰੌਏ (@iJasOberoi) January 26, 2021
आज लाल क़िले पर जो हुआ उसे देख कर मन बहुत दुखी हुआ है, मैं पहले भी, 6 December को ,Twitter के माध्यम से यह साफ कर चुका हूँ कि मेरा या मेरे परिवार का दीप सिद्धू के साथ कोई संबंध नही है।
जय हिन्द
— Sunny Deol (@iamsunnydeol) January 26, 2021
এই প্রসঙ্গে ভারতীয় কিষাণ সংগঠনের হরিয়ানা প্রধান গুরনাম সিং চৌধুরি দীপ সিধুর দিকেই অভিযোগের আহুল তুলেছেন। তিনি বলেছেন, “আন্দোলনকারীদের উসকানি দিয়ে ভুলপথে চালিত করেছেন দীপ সিধু এবং তাঁদের লালকেল্লায় নিয়ে গিয়েছেন। লালকেল্লায় আন্দোলনরত কৃষকদের নেতৃত্বে ছিলেন দীপ সিধু। কৃষকরা কখনওই সেখানে যেতে চাননি।” লালকেল্লার ঘটনার জন্য একইভাবে দীপ সিধুকেই দুষেছেন স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব।