প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ অকালেই প্রাণ গেল স্বাস্থ্য (Health) সচেতন যুবকের। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের (Chennai) কাসিমেদুতে। জিম ট্রেনারের (Gym Trainer) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মৃত ব্যক্তির পরিবারের। স্টেরয়েড দেওয়া হয়েছে ওই যুবককে, এমনটাই দাবি পরিবারের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম আর রামকি। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় কিডনিও বিকল হয়ে গিয়েছে তাঁর। হাসপাতালেই মৃত্যু হয় ওই যুবকের। এরপরই জিম ট্রেনারের বিরুদ্ধে সরব হয় রামকির পরিবার। অভিযোগ, পাঁচ মাস ধরে নিয়মিত জিম করত ওই যুবক। শরীরে বিভিন্ন পরিবর্তন দেখা দেয়। ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। এই ঘটনায় জিম ট্রেনারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, সম্পূর্ণ সুস্থ ছিল ছেলে। কোনওরকম শারীরিক সমস্যা ছিল না। জিম ট্রেনারের কথায় স্টেরয়েড নিয়েই এই পরিণতি হয়েছে। তাই জিম ট্রেনারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা।

হার্ট অ্যাটাকে মৃত্যু যুবকের, জিম ট্রেনারের বিরুদ্ধে মামলা দায়ের পরিবারের