গোয়া, ২৫ অগাস্ট: বিজেপি (BJP) নেত্রী সোনালী ফোগাটের (Sonali Phogat) মৃত্যুর পর এবার প্রকাশ্যে এল ময়না তদন্তের রিপোর্ট। যেখানে সোনালী ফোগাটের মৃতদেহে একাধিক ক্ষত (মালটিপল ব্লান্ট ফোর্স ইনজুরি) রয়েছে বলে খবর। ইতিমধ্যেই গোয়া পুলিশের তরফে ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পরপরই ওই ২ জনকে গ্রেফতার করে গোয়া পুলিশ।
প্রসঙ্গত বছর ৪২-এর সোনালী ফোগাটকে ধর্ষণের পর খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। এমনকী মৃত্যুর পর সোনালীর মৃতদেহ নীল হয়ে যায়। বিষক্রিয়ায় কারও মৃত্যু হলে, তবেই মৃতদেহ নীল বর্ণ ঝারন করে বলে দাবি সোনালীর ভাই রিঙ্কু ঢাকার।
আরও পড়ুন: Taliban: আল কায়দা নেতা আয়মান আল-জওয়াহিরির মৃতদেহ মেলেনি, চাঞ্চল্যকর দাবি তালিবানের
সোনালীর ভাই অভিযোগ করেন, তাঁর দিদি সারা জীবন বিজেপির জন্য কাজ করেছেন। অথচ এই সময়ে কোনও বিজেপি নেতা তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসছেন না। যদিও গোয়ার মুখ্যমন্ত্রী জানান, সোনালী ফোগাটের মৃত্যু কীভাবে হল, সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করবে সে রাজ্যের পুলিশ।