ভোট অধিকার যাত্রার পর প্রায় দু’মাস বিহারের রাজনৈতিক ময়দান থেকে উধাও ছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। আরজেডির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন মিটিয়ে ফের চলতি সপ্তাহ থেকে মহাজোটের হয়ে ভোটপ্রচারে নামলেন কংগ্রেস সাংসদ। আর নির্বাচনী প্রচারে নেমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) বেনজির ভাষায় আক্রমণ করতে শুরু করেছেন রাহুল। অপারেশন সিঁদুর থেকে ছটপুজোয় যমুনাতে স্নান করার কর্মসূচি বাতিল সহ একাধিক ইস্যুতে মোদীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন রাহুল। এই নিয়ে এবার পাল্টা কংগ্রেস সাংসদকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন বাংলার বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

রাহুলকে আক্রমণ শমীকের

শমীক এদিন বলেন, “গোটা দেশে রাহুল গান্ধীর কোনও জনপ্রিয়তা নেই। দেশবাসীর কাছে ওনার কোনও গ্রহণযোগ্যতা নেই। তাই উনি এইধরনের মন্তব্য করে খবরে থাকতে চাইছেন। ওনার উচিত প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে মন্তব্য না করে বিহার নির্বাচনে মনোযোগ দেওয়া। এতকিছু করার পরেও গতবছর তো বিহারে নির্বাচনে জিততে পারেনি কংগ্রেস। এবারেও তাই হতে চলেছে। কংগ্রেসের এই অবস্থার জন্য দায়ী একমাত্র রাহুল গান্ধী”।

দেখুন শমীক ভট্টাচার্যের মন্তব্য

কী বলেছিলেন রাহুল গান্ধী?

প্রসঙ্গত, এদিন মুজাফফরপুরে মহাজোটের একটি জনসভায় রাহুল গান্ধী বলেন, “সাধারণ বিহারবাসী ছটপুজোর দিন দুষিত যমুনার জলে ডুব দেবেন। আর উনি ডুব দেবেন সুইমিং পুলে। ওনার জন্য দিল্লিতে আলাদা করে জলাশয় তৈরি করা হয়েছিল। এই কারছুপি যেই ফাঁস হয়, সেই কর্মসূচি বাতিল করে বিজেপি। আসলে ওনার সঙ্গে ছটপুজো বা যমুনার কোন সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী শুধু আপনা্র ভোট চান। তার জন্য উনি সবকিছু করতে পারেন। আপনি যদি বলেন মঞ্চে উঠে নাচলে ভোট দেবেন, তাহলে উনি সেটাও করবেন”।