Ashok Chavan (Photo Credits: IANS)

মুম্বই, ২০ অক্টোবর: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে (Maharashtra Assembly Elections 2024) প্রথম দফায় ৯৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। শরীক দলগুলির সঙ্গে আসন সমঝোতা নিয়ে টানাটানির মাঝেই প্রার্থী ঘোষণা করে একনাথ শিন্ডে, অজিত পাওয়ারদের চাপে রাখল পদ্ম শিবির। খুব সম্ভবত এনডিএ জোটে মহারাষ্ট্রে বিজেপি ১৪২টি আসনে লড়তে পারে। লোকসভা ভোটের মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বাণে (Ashok Chavan)-র মেয়ে শ্রীজায়া চহ্বাণকে প্রার্থী করল বিজেপি। নানদেদ জেলার ভোকার থেকে টিকিট পেলেন অশোক চহ্বানের মেয়ে। এই আসনেই গতবার কংগ্রেসের টিকিটে জিতেছিলেন অশোক চহ্বান। তার আগে ভোকার থেকে ২০১৪ বিধানসভায় জিতেছিলেন অশোক চহ্বাণের স্ত্রী অমিতা চৌহান।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফদনবিশ-কে নাগপুর দক্ষিণ পশ্চিম কেন্দ্রে প্রার্থী করল বিজেপি। মহারাষ্ট্র বিজেপি সভাপতি চন্দ্রশখের বাওয়ানকুলকে দাঁড়াচ্ছেন কামাথি আসন থেকে (Chandrashekhar Bawankul)। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ন রানের ছেলে তথা বিতর্কিত নেতা নীতীশ রানে-কে কানকাভলি থেকে প্রার্থী করা হল। আগামী ২০ নভেম্বর এক দফায় মহারাষ্ট্রে বিধানসভায় ভোটগ্রহণ। ফলপ্রকাশ ২৩ নভেম্বর। আর্থিক দিক থেকে সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ মহারাষ্ট্রের ফল দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। ২০১৯ বিধানসভায় শিবসেনার সঙ্গে জোট গড়ে বিজেপি ১০৫টি আসনে জিতেছিল। তবে চলতি বছর লোকসভায় মহারাষ্ট্রে বড় ধাক্কা খায় বিজেপি ও এনডিএ-র দলগুলি। ১২টি লোকসভা আসনে জিতে মহারাষ্ট্রে এখন ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। আরও পড়ুন-তারকা নয়, কঠিন সময়ে উপনির্বাচনে স্থানীয় নেতাদের প্রার্থী তৃণমূলের

একনাথ শিন্ডের শিবসেনা, অজিত পাওয়ারের এনসিপি-র সঙ্গে জোট গড়ে লড়তে চলা বিজেপি এমন কিছু আসনেও প্রার্থী দিল যেখানে গতবার তারা বর্তমান শরীক দলের চেয়ে খারাপ ফল করেছিল। কিছু আসনে বিজেপির প্রার্থী দেওয়া নিয়ে শিন্ডে, অজিত পাওয়ারের শিবিরে ক্ষোভ রয়েছে। এনডিএ জোটের অধীনে বিজেপি ১৪২টি, শিবসেনা (একনাথ শিন্ডে) ৬৬টি ও এনসিপি (অজিত পাওয়ার) ৫২টি আসনে লড়তে পারে। এখনও পর্যন্ত তিনটি দলের মধ্যে ২৬০টি আসন নিয়ে সমঝোতা হয়েছে। কিন্তু ২৮টি আসন নিয়ে তিনটি দলের মধ্যে দর কষাকষি চলছে।