নয়াদিল্লি: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (DUSU Election 2023) বিপুল জয় পাওয়ার পরেই স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির নিচে দাঁড়িয়ে ছবি তুললেন এবিভিপি (ABVP) নেতৃত্ব ও সভাপতি এবং বিজয়ী-সহ কর্মী-সমর্থরা। পরে এবিভিপির এক্স হ্যান্ডেলে থেকে টুইই করা সেই সমস্ত ছবি। আর সেই ছবিগুলিই ফের কোট টুইট করে স্বামীজীর বন্দনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP National President Jagat Prakash Nadda )। আরও পড়ুন: PM Modi On G20 Summit: সফল জি ২০-এর নেপথ্য কারিগরদের সঙ্গে আলাপচারিতা মোদির, দেখুন ভিডিয়ো
তিনি টুইট করেন, স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) আদর্শে অনুপ্রাণিত (Inspired) হয়ে এবিভিপি সর্বদা আমাদের তরুণদের হৃদয়ে জাতীয়তাবাদ (nationalism) এবং নিঃস্বার্থ সেবার শিখা (flame of selfless service) জ্বালিয়েছে। আমি এবিভিপির-এর সকল কর্মকর্তাকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ২০২৩-এ দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন (congratulate) জানাই। এই জয় আমাদের সেই তরুণ প্রজন্মের (young generation) মধ্যে 'জাতি প্রথম' আদর্শের ( ideology of nation first) সর্বব্যাপী গ্রহণযোগ্যতা প্রমাণ করে, যারা আমাদের জাতির আগামীকাল গঠন করবে (shape our nation)। আরও পড়ুন: Indian Sailors: ৯ মাসের প্রতীক্ষার অবসান, ইয়েমেন থেকে দেশে ফিরলেন তেলচুরির অভিযোগ আটক ১৮ জন ভারতীয় নাবিক
দেখুন ভিডিয়ো:
Inspired by the ideals of Swami Vivekananda, @ABVPVoice has always kindled a flame of nationalism and selfless service in the hearts of our youth.
I congratulate all the karyakartas of ABVP for their emphatic victory in #DUSUElection2023. This triumph shows the ubiquitous… pic.twitter.com/UMljHQkGJ8
— Jagat Prakash Nadda (@JPNadda) September 23, 2023