নয়াদিল্লি: সম্প্রতি দিল্লিতে শেষ হয়েছে ভারতের সভাপতিত্বে হওয়া জি ২০ শীর্ষ নেতৃত্বের বৈঠক (G20 Summit)। তার আগে দেশজুড়ে কাশ্মীর-সহ বিভিন্ন জায়গায় জি ২০-র বিভিন্ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সফলভাবে। আরও পড়ুন: Indian Sailors: ৯ মাসের প্রতীক্ষার অবসান, ইয়েমেন থেকে দেশে ফিরলেন তেলচুরির অভিযোগ আটক ১৮ জন ভারতীয় নাবিক
শনিবার ভারতের নেতৃত্বে সফলভাবে জি ২০-এর সভাপতির দায়িত্ব সম্পন্ন করার মূল ও নেপথ্য কারিগরদের সঙ্গে আলাপচারিতায় মাতলেন (successful completion) ভারতের প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi listens to the concerns of people)। কঠিন এই কাজ অত্যন্ত সুচারু ভাবে কীভাবে তাঁরা সম্পন্ন করলেন তার অভিজ্ঞতা যেমন শুনলেন তেমনি অভিনন্দন জানালেন সফল জি ২০ অনুষ্ঠিত করার জন্য। আরও পড়ুন: Indian Sailors: ৯ মাসের প্রতীক্ষার অবসান, ইয়েমেন থেকে দেশে ফিরলেন তেলচুরির অভিযোগ আটক ১৮ জন ভারতীয় নাবিক
দেখুন ভিডিয়ো:
#WATCH | PM Modi listens to the concerns of people who served to achieve successful completion of the G20 Summit pic.twitter.com/OHeZHfXA4L
— ANI (@ANI) September 23, 2023