পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় আদৌ পাকিস্তান যোগ ছিল কিনা, এই নিয়ে এবার সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার। সম্প্রতি তিনি জনপ্রিয় এক সংবাদমাধ্যমে দাবি করেন আমেরিকা, রাষ্ট্রসংঘ এখন স্বীকার করনি যে ওই হামলায় পাক জঙ্গির যোগ রয়েছে, যে ৩৩টি দেশের আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন, সেখানেও তাঁরা বলেননি একথা, শুধু আমাদের দেশের বিজেপি নেতারাই এই কছা বলে বিরোধ তৈরি করছে। মণিশঙ্করের এই মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও তাঁর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্র।
মণি শঙ্করকে নিয়ে সমালোচনা সম্বিত পাত্রর
তিনি বলেন, “মণি শঙ্কর আইয়ার জানেন না অপারেশন মহাদেবে তিন জঙ্গির মধ্যে যে মুখ্য জঙ্গি মারা গিয়েছে, তাঁর জানাজার নমাজ পাক অধিকৃত কাশ্মীরের বাড়িতেই পড়া হয়েছে। আর সেখানে পাক সেনা, লস্কর-ই-তইবার কমান্ডাররা যোগ দিয়েছিল। আর সেই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও দেখানো হয়। আসলে উনি এই খবর জেনেও না জানার ভান করছেন। কারণ ওনার মতো কংগ্রেস নেতারা পাকিস্তানের সমর্থনেই কথা বলেন”।
দেখুন সম্বিত পাত্রের বক্তব্য
Delhi: On Congress leader Mani Shankar Aiyar's statement, BJP MP Sambit Patra says, "Mani Shankar Aiyar is asking whether Pakistan’s involvement in the Pahalgam incident has been proven. He should read today’s newspapers, it’s reported that one of the terrorists killed in… pic.twitter.com/yhI70ETSjC
— IANS (@ians_india) August 3, 2025
মণি শঙ্কররা পাকিস্তানের হিরো
সম্বিত আরও বলেন, “এই মণি শঙ্কর আইয়ারই পাকিস্তানি সংবাদমাধ্যমে বলেছিলেন পাকিস্তানের সঙ্গে মিলে মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে হটাবেন। এর আগে পি চিদাম্বরমও পহেলগাম হামলায় পাক যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আসলে এই কংগ্রেস নেতারা পাকিস্তানে হিরো। তাই এরা পাকিস্তানের হয়ে কথা বলেন”।