Gautam Gambhir (Photo Credit: Instagram)

নতুন দিল্লি, ২৮ নভেম্বর: তৃতীয় হুমকি মেল (Threat Mail) পেলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। 'আইএসআইএস কাশ্মীর' (ISIS Kashmir) নামে জঙ্গি সংগঠনের তরফে তাঁকে আবারও হুমকি মেল পাঠানো হয়েছে। নতুন মেলে দিল্লি পুলিশের (Delhi Police) প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। এর আগে দুবার হুমকি মেল পেয়েছেন পূর্ব দিল্লি বিজেপি সাংসদ গম্ভীর।

গত বুধবার দুপুরে প্রাক্তন ক্রিকেটারের কাছে একটি ই-মেল আসে। যেখানে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। গৌতম গম্ভীর যদি প্রাণে বাঁচতে চান, তাহলে তিনি যেন রাজনীতি থেকে সরে যান এবং কাশ্মীর সমস্যা থেকে দূরে থাকেন। এভাবেই হুমকি দেওয়া হয় 'আইএসআইএস কাশ্মীর' নামে একটি জঙ্গি সংগঠনের তরফে। পরে আরও একটি মেল আসে। তাতে গম্ভীরের বাড়ির বাইরের ভিডিয়ো যুক্ত করা হয়। অভিযোগ দায়ের হতেই পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গম্ভীরের রাজেন্দ্র নগরের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, গম্ভীরকে পাঠানা দু'টি মেলই পাকিস্তানের করাচি থেকে করা হয়েছিল। এই মেল তাঁকে করেছিল শাহিদ হামিদ নামে এক যুবক। সে সিন্ধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র।