Rahul Gandhi: রাহুলের হাভার্ডের পড়াশোনা নিয়ে কটাক্ষ বিজেপির, 'করুণা হয়' বলল কংগ্রেস
Rahul Gandhi, Priyanka Gandhi (Photo Credit: Instagram)

দিল্লি, ২৭ মার্চ: রাহুল গান্ধী (Rahul Gandhi) হাভার্ড এলং কেমব্রিজে পড়াশোনা করেছেন। বিশ্বের সেরা দুই বিশ্ববিদ্যালয়ে তাঁর ভাই নিজের পড়াশোনা শেষ করেছেন। তা সত্ত্বেও বিজেপি (BJP) তাঁকে 'পাপ্পু' বলে সম্মোধন করে। আসলে রাহুল সাংসদে যে প্রশ্ন তোলেন, বিজেপির কাছে তার উত্তর নেই। সেই কারণে রাহুল গান্ধীকে দমানোর জন্যই বিজেপি একাধিক কর্মকাণ্ড করছে। রাহুল গান্ধীর সাংসদ পদ লোকসভা থেকে খারিজের পর বিজেপি তথা মোদী সরকারের বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আরও বলেন, রাহুল গান্ধী দেশের কয়েক হাজার মানুষকে নিয়ে ভারত জোড়ো যাত্রায় হেঁটেছেন। তাঁর ভাইকে থামানোর জন্যই গেরুয়া শিবির রাহুলের লোকসভার সাংসদ পদ খারিজ করেছে বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)।

আরও পড়ুন: Rahul Gandhi: 'সত্য, সাহস এবং বলিদান', সাংসদ পদ খারিজের পর নয়া পোস্টে দৃঢ়তা প্রকাশ রাহুলের

রাহুল গান্ধীর হাভার্ড এবং কেমব্রিজে পড়াশোনা নিয়ে প্রিয়াঙ্কার মন্তব্যের বিরোধিতা করতে দেখা যায় বিজেপিকে। গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, রাহুল গান্ধীর যে হাভার্ডের ডিগ্রি রয়েছে, তার কোনও উলেলেখ নেই তাঁর নির্বাচনী এভিডেভিটে। ভাইয়ের পড়াশোনা নিয়ে প্রিয়াঙ্কা মিথ্যে বলছেন বলে দাবি করেন অমিত মালব্য। শুধু তাই নয়, রাহুলদের পরিবারে এমন কিছু আছে কি, তা সত্যি বলেও কটাক্ষ করেন মালব্য।

রাহুল, প্রিয়াঙ্কার পড়াশোনা নিয়ে বিজেপি যা বলছে, তাতে তাদের প্রতি করুণা হয় বলে মন্তব্য করা হয় কংগ্রেসের তরফে।