Photo Credits: FB

কলকাতা: বৃহস্পতিবার সকালে ত্রিপুরা বিধানসভার (Tripura Assembly) মধ্যে অধিবেশনের সময় বিজেপি বিধায়ক যাদব লাল নাথের (BJP MLA Jadab Lal Nath) পর্ন (porn) দেখার ভিডিয়ো (video) প্রকাশ্যে আসে। এরপরই ভাইরাল এই ভিডিয়োর (viral Video) জেরে বিতর্ক শুরু হয় দেশজুড়ে। বিজেপি বিধায়কের এই ন্যাক্কারজনক কাজের সমালোচনায় সরব হয় বিরোধী রাজনৈতিক দলগুলিও।  এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করে সাংবাদিক বৈঠক করতে দেখা যায় তিপ্রামোথার বিধায়ককেও। আর তারপরই নিজের কৃতকর্মের জন্য অদ্ভুত সাফাই দিতে (Clearifiction On watching porn) দেখা গেল ত্রিপুরার বিজেপি বিধায়ক যাদব লাল নাথকে।

এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি খুব ভালো করে জানি যে বিধানসভার মধ্যে মোবাইল ফোন (mobile phone use) ব্যবহার নিষিদ্ধ (prohibited)। আসলে তখন বারবার ফোন (repeated calls) আসছিল। বাধ্য হয়ে আমি ফোনটা ধরতেই আমার ফোনে আপত্তিকর ভিডিয়ো (obscene videos) চালু হয়ে যায়। কোনওভাবে আমি সেটাকে বন্ধ করি।" আরও পড়ুন: NCPCR On Tilijala Incident: চিঠি লিখে তিলজলায় আসতে মানা! পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশনকে আক্রমণ প্রিয়াঙ্ক কানুনগোর