নয়াদিল্লি: কলকাতার (Kolkata) তিলজলায় নৃশংসভাবে নাবালিকা খুনের ঘটনায় (Tilijala child murder incident) পরিস্থিতি খতিয়ে দেখতে একটি দল পাঠাতে চেয়েছিল জাতীয় শিশু সুরক্ষা কমিশন (National Commission for Protection of Child Rights)। এরপর তাদের আসতে নিষেধ করে একটি চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশন (West Bengal Commission for Protection of Child Rights)। তাতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে তিলজলায় নাবালিকা খুনের ঘটনার বিষয়ে যেন কলকাতায় না আসে এনসিপিসিআর (NCPCR)। এই চিঠি পাওয়ার পরেই বৃহস্পতিবার বাংলার শিশু সুরক্ষা কমিশনকে তীব্র আক্রমণ করলেন এনসিপিসিআরের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো।
এপ্রসঙ্গে তিনি বলেন, "পশ্চিমবঙ্গের সরকার কী লুকোতে চাইছে (hide)? তারা কখনও আমাদের পশ্চিমবঙ্গে সফর (Bengal visits) করা পছন্দ করে না। কিন্তু, এইবার তারা আমাদের আটকে দিচ্ছে (blocking)। রাজ্যের শিশুদের (children) জন্য এটা খুবই দুঃখজনক একটা পরিস্থিতি (pathetic condition)। তবে আমরা নিশ্চয়ই যাব।" আরও পড়ুন: Indore Temple Stepwell Collapse: রাম নবমীতে দুর্ঘটনা, মন্দিরে কুয়োর ছাদ ভেঙে মৃত ১১
Bengal Commission for Protection of Child Rights writes to NCPCR, tells them not to visit Bengal over Tilijala child murder incident
What do these people (Bengal govt) want to hide? They were never happy with our Bengal visits, but this time, they are blocking us. This is the… pic.twitter.com/7PCRqg2iEo
— ANI (@ANI) March 30, 2023